সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ০৪, ২০২২
০২:২২ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ০৪, ২০২২
০২:২২ পূর্বাহ্ন
করোনা সংক্রমন প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে পূজার আনুষ্ঠানিকতা পালনের আহবান জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
আজ সোমবার (৩ অক্টোবর) সন্ধ্যায় সিলেট রামকৃষ্ণ মিশনে শারদীয় দূর্গাপূজামন্ডপ পরিদর্শন করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
এসময় তিনি শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজার সকল আনুষ্ঠানিকতা পালনের জন্য সবার প্রতি আহবান জানান।
তিনি বলেন, ‘সিলেট একটি আধ্যাত্মিক নগর। পূণ্যভূমি সিলেটের শত বছরের ধর্মীয় সস্প্রীতির ইতিহাস রয়েছে। এ ঐতিহ্য আমাদের সবাইকে মিলে অক্ষুন্ন রাখতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন রাম কৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দ, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, সিলেট পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, সিসিকের এসেসর চন্দন দাশ, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ প্রমুখ।
পরে নগরের মিরাবাজারের বলরাম আখড়া সহ কয়েকটি পূজামন্ডপও পরিদর্শন করেন সিসিক মেয়র।
এএফ/০৪