কোম্পানীগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ০৪, ২০২২
০২:০৫ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ০৪, ২০২২
০২:১৫ পূর্বাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাইদের হাতে খুন হয়েছেন নিজাম উদ্দিন (৪৫) নামে এক পল্লী চিকিৎসক। রবিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রণিখাই ইউনিয়নে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় রাজাপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে মোহাম্মদ আলীসহ (২৯) ৩ জনকে আটক করেছে।
জানা গেছে, কোম্পানীগঞ্জ উপজেলার রনিখাই ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা নিজাম উদ্দিনের সঙ্গে তার চাচাতো ভাইদের জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত রবিবার জমির সীমানা প্রাচীর ভাঙা ও বাঁধা দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে ওই দিন রাত সাড়ে ১০টায় স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন নিজাম উদ্দিন। রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটের দিকে তিনি বাড়ির উঠানে আসা মাত্র তার উপর অতর্কিত হামলা চালান চাচাতো ভাইরা। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিজাম উদ্দিন শিক্ষকতার পাশাপাশি পল্লী চিকিৎসক হিসেবেও পরিচিত ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ও দক্ষিণ রণিখাই ইউনিয়নের বিট কর্মকর্তা জাহাঙ্গীর আলম। তারা বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধের জেরে একজন নিহত হওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করি।’ এ ঘটনায় নিহতের স্ত্রী পিয়ারা বেগম থানায় মামলা করেছেন জানিয়ে তিনি বলেন, ‘ছয় জনের নাম উল্লেখ করে সোমবার থানায় মামলা (মামলা নং-২) করেছেন নিহতের স্ত্রী।’