সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ০২, ২০২২
১২:২৪ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ০২, ২০২২
১২:২৭ পূর্বাহ্ন
মুরারিচাঁদ কলেজের (এমসি) ইতিহাস বিভাগ কলেজে প্রথম ই-লাইব্রেরি চালু করেছে। সম্প্রতি এটি উদ্বোধন করেছেন কলেজের অধ্যক্ষ পান্না রানী রায়।
এদিকে, বার্ষিকী সাময়িকী ‘নবযাত্রা’র ৭ম সংখ্যার মোড়ক উন্মোচন ও ইতিহাস বিভাগের সম্মান প্রথম বর্ষের (২০২১-২০২২ শিক্ষাবর্ষ) নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ইতিহাস বিভাগের ইতিহাস ফোরামের সহযোগিতা এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
এর আগে, কলেজে প্রথম ইতিহাস বিভাগের উদ্যোগে বিভাগীয় ই-লাইব্রেরি উদ্বোধন করা হয়। যার নাম দেওয়া হয় এমসিএইচআইটিই-লাইব্রেরি। প্রজেক্টরে ই-লাইব্রেরির সার্বিক ব্যবস্থাপনা ও ব্যবহার পদ্ধতি উপস্থাপন করেন মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী এমরান মিয়া।
ইতিহাস বিভাগের প্রধান অধ্যাপক নূরে ফারহানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুরারিচাঁদ কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মো. তৌফিক এজদানী চৌধুরী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সব বিভাগের প্রধান, অন্যান্য শিক্ষক ও ইতিহাস বিভাগের শিক্ষকগণ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, ইতিহাস বিভাগের শিক্ষার্থী সৈয়দ কুতুব উদ্দিন ও অনিক প্রধান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, ইতিহাস ফোরামের সভাপতি শাওন সরকার দীপ্ত।
উপস্থিত ছিলেন, ছাত্র সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাসহ কলেজের সাধারণ শিক্ষার্থীরা।