সিলেট ক্লাবে কর্ণফুলি লাউঞ্জের উদ্বোধন

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ৩০, ২০২২
০৩:৩৪ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ৩০, ২০২২
০৩:৩৭ পূর্বাহ্ন



সিলেট ক্লাবে কর্ণফুলি লাউঞ্জের উদ্বোধন

সিলেট ক্লাব লিমিটেডের আধুনিকায়নকৃত রেস্টুরেন্ট কর্ণফুলি লাউঞ্জের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ক্লাবের প্রেসিডেন্ট মুহিতুল বারী রহমান এবং বারাকা পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান ও সিলেট ক্লাবের সাবেক উপদেষ্টা ফয়সল আহমদ চৌধুরী। 

দেশের স্বনামধন্য বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান বারাকা পাওয়ার লিমিটেডের সহযোগী বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্ণফুলি পাওয়ার লিমিটেডের স্পন্সরে সিলেট ক্লাবের এই রেস্টুরেন্টের আধুনিকায়ন হলো যা কর্ণফুলি লাউঞ্জ হিসেবে যাত্রা শুরু করে। 


উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সিলেট ক্লাবের সাবেক উপদেষ্টা মো. হাফিজ আহমেদ, সাবেক প্রেসিডেন্টদের মধ্যে হাছিন আহমদ, এটিএম শুয়েব ও আফজল রশীদ চৌধুরী, ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মিশফাক আহমদ চৌধুরী মিশু, ডাইরেক্টর অ্যাডমিন মুফতি তাহের আহমদসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ ৷

কর্ণফুলি লাউঞ্জ-এর উদ্বোধন উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশ ভোজের আয়োাজন করা হয়। ক্লাবের বিপুল সংখ্যক সভ্য দেশ বরেণ্য রবীন্দ্র সংগীত শিল্পী অদিতি মহসিন ও নজরুল সংগীত শিল্পী বিজন মিস্ত্রী’র গান উপভোগ করেন।


এএফ/০২