জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :
সেপ্টেম্বর ৩০, ২০২২
১২:৩৬ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ৩০, ২০২২
১২:৩৮ পূর্বাহ্ন
সিলেটের জৈন্তাপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য করায় এক যুবককে আটক করে থানায় সোপর্দ করেছে ছাত্রলীগ কর্মীরা। আটককৃত আব্দুল্লাহ আল মামুন (৩৫) জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ছৈলাখেল গ্রামের আব্দুর রহমানের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় জৈন্তাপুর উপজেলার চুনাহাটি মসজিদ সংলগ্ন সিলেট-তামাবিল মহাসড়ক এলাকা থেকে অভিযুক্ত যুবককে আটক করে জৈন্তাপুর মডেল থানায় সোপর্দ করেন জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগ নেতা নেহাল পালসহ সঙ্গীয় কর্মীরা।
এর আগে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অবমাননাকর স্টেটাস দেন মামুন। এটিকে ঘিরে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দেয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এস.আই) কাজী শাহেদুল ইসলাম জানান, ছাত্রলীগ নেতারা কটুক্তিকারীকে আটক করে থানায় হস্তান্তর করেছেন। কটুক্তিকারী আব্দুল্লাহ আল মামুন থানা হাজতে রয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত, এ ঘটনায় নিজপাট ইউনিয়ন আওয়ামীলীগের ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলী বাদি হয়ে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।
আরএম-১৩