পূজার বাজার জমে ‍উঠেছে শেষ মুহূর্তে

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ২৯, ২০২২
০৪:২৬ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৯, ২০২২
০৪:৩০ অপরাহ্ন



পূজার বাজার জমে ‍উঠেছে শেষ মুহূর্তে

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে আগামী ১লা অক্টোবর। উৎসবের প্রস্তুতি চলছে দেশজুড়ে। প্রতিমা সাজানোর পাশাপাশি এ উৎসবকে কেন্দ্র করে সিলেট নগরের মার্কেটগুলোতে জমে উঠেছে কেনাকাটা।

পূজা উপলক্ষে কাপড়ের মার্কেট ও শোরুমগুলোতে নারীদের জন্য সাজিয়ে রাখা থ্রি পিস, জামদানী শাড়ি, কাতান শাড়ি, লেহেঙ্গা ও তাঁতের শাড়ি। ছেলেদের জন্য রয়েছে বাহারি ডিজাইনের ধুতি, শর্ট পাঞ্জাবি, শার্ট, টি শার্ট, প্যান্ট। বাচ্চাদের জন্য সাজিয়ে রাখা পোশাকগুলোতেও বাহারি রঙ।

গতকাল বুধবার নগরের শুকরিয়া মার্কেট, ব্লু ওয়াটার শপিং সিটি, সিটি সেন্টারসহ বিভিন্ন শপিংমল ঘুরে সব মার্কেটেই ক্রেতাদের ভিড় দেখা গেছে। বিকেল থেকে শুরু হচ্ছে কেনাকাটা। বিভিন্ন বয়সী মানুষ ভিড় করছেন দোকানে দোকানে। কিনছেন পছন্দের পোশাক।

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, এবার নারীদের সালোয়ার-কামিজের চাহিদা বেশি। কাতান, জর্জেট, সিল্ক ও এমব্রয়ডারি দিয়ে কাজ করা শাড়ির প্রতি আগ্রহ বেশি ক্রেতাদের। কদর রয়েছে জামদানি শাড়িরও। ছেলেদের ক্ষেত্রে পাঞ্জাবি ও দেবী দুর্গার ছবি সম্বলিত টি শার্টের চাহিদা রয়েছে।

পূজার কেনাকাটা করতে আসা সম্পূর্ণা রায় বলেন, ‘সারাবছর দুর্গাপূজার জন্য অপেক্ষা করি। নিজের এবং পরিবারের সবার জন্য কেনাকাটা করতে বের হয়েছি। তবে অন্যান্য বছরের চেয়ে এবার কাপড়ের দাম বেশি মনে হচ্ছে।’

পরিবারের সদস্যদের নিয়ে কেনাকাটা করতে আসা দেবাশীস দাস বলেন, ‘পরিবারের সদস্যদের নিয়ে কেনাকাটা পূজার আনন্দ বাড়িয়ে দেয়। করোনার কারনে গত দুই বছর সেভাবে পূজার আনন্দ করা যায়নি। এবার পরিস্থিতি ভালো থাকায় পরিবারের সবাইকে নিয়ে কেনাকাটা করতে বের হয়েছি।’

কাপড়ের বাজারের সঙ্গে জুয়েলারি বাজারেও ভিড় বেড়েছে। নারীরা পোশাকের সঙ্গে মিলিয়ে কিনছেন চুড়ি, গলার হার, আংটিসহ নানারকম জুয়েলারি। পূজা ঘনিয়ে আসায় মার্কেটগুলোর পাশাপাশি অনলাইনেও বেচাকেনা বেড়েছে। 

যদিও বিক্রেতারা বলছেন বাজারে ক্রেতা বাড়লেও আশানুরুপ বিক্রি হচ্ছে না। ষষ্ঠী পূজার পূর্ব পর্যন্ত পূজার বাজারে ক্রেতারা থাকবেন বলে মনে করছেন তারা।

নগরের শুকরিয়া মার্কেটের ব্যবসায়ী রশিদ আহমদ সিলেট মিরর-কে বলেন, ‘এবার ঈদেও সেভাবে বাজার জমে উঠেনি। পূজায় আগের মত বাজারে ক্রেতা নেই। যদিও গত দুইবারের চেয়ে এবার ক্রেতার সংখ্যা বেড়েছে। তবে যেমনটি আশা করেছিলাম সেরকম হচ্ছে না।’ 

আরেক ব্যবসায়ী ‍কিবরিয়া ইসলাম বলেন, ‘জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় মানুষ পোশাক কিনছে কম। তাই ঈদ-পূজা সবসময়ই বাজার মন্দা।’

আরএম-০৬