শাবিপ্রবিতে স্পিকারস ক্লাবের উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার

শাবিপ্রবি প্রতিনিধি


সেপ্টেম্বর ২৯, ২০২২
০২:২০ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৯, ২০২২
০২:২০ পূর্বাহ্ন



শাবিপ্রবিতে স্পিকারস ক্লাবের উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইংরেজি ভাষা চর্চা ভিত্তিক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি স্পিকারস ক্লাবের আয়োজনে উচ্চ শিক্ষা বিষয়ক আইইএলটিস সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হেক্সাস এর শিক্ষক (আইইএলটিসল) ও সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মাহির মাহমুদ খান, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম হিমেল।

অনুষ্ঠানে সংগঠনটির উপদেষ্টা ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মাহাবুবা রহমান, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক অভিজিৎ চক্রবর্তী অয়ন, সভাপতি আমানুর রহমান, সাধারণ সম্পাদক মো. ওমর মেহরাবসহ সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে স্পিকারস ক্লাবের সভাপতি আমানুর রহমান বলেন, শাহজালাল ইউনিভার্সিটি স্পিকারস ক্লাব ছাত্রদের সেল্ফ ডেভেলপমেন্ট এর জন্য কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে ও সবাইকে সাথে নিয়ে এই ধারা অব্যাহত রাখবে।


এইচএন-০৩/এএফ-০৪