খেলা ডেস্ক
সেপ্টেম্বর ২৮, ২০২২
০৮:১৩ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২৮, ২০২২
০৮:১৪ অপরাহ্ন
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য মেয়েদের এশিয়া কাপকে সামনে রেখে আজ সিলেটে পৌঁছেছে তিন দল। সকালে বাংলাদেশ, দুবাই ও মালয়েশিয়ার নারী ক্রিকেটারদের বহনকারী বিমানগুলো একে একে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে পূর্ব নির্ধারিত হোটেলগুলোতে চলে যান ক্রিকেটাররা।
জানা গেছে, আজ বিকেল ও রাতের মধ্যে শ্রীলঙ্কা, পাকিস্তান ও থাইল্যান্ড নারী ক্রিকেট দল সিলেটে পৌঁছাবে। এশিয়ার শ্রেষ্ঠত্ব নির্ধারণকারী টি-টোয়েন্টি এই টুর্নামেন্ট আগামী ১ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ১৬ অক্টোবর পর্যন্ত।
প্রসঙ্গত, ২০১৮ সালের অক্টোবরে পাকিস্তান সিরিজের পর থেকে বাংলাদেশে নারীদের কোনও আন্তর্জাতিক ম্যাচ হয়নি। ফলে ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথমবার নারীদের কোনও আন্তর্জাতিক ম্যাচ হতে যাচ্ছে এটি।
সবশেষ এশিয়া কাপ হয়েছিল ২০১৮ সালে, যেখানে ছয়বারের চ্যাম্পিয়ন ভারতকে ফাইনালে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। ২০২০ সালের আসরটি কোভিডের কারণে স্থগিত করা হয় ২০২১ সাল পর্যন্ত, যা বাংলাদেশেই হওয়ার কথা ছিল। পরে এটি বাতিল হয়।
আরএম-০৯