শাবিপ্রবিতে ৯ দিনের ছুটি ঘোষণা

শাবিপ্রবি প্রতিনিধি


সেপ্টেম্বর ২৮, ২০২২
০৪:২৯ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৮, ২০২২
১১:১৪ অপরাহ্ন



শাবিপ্রবিতে ৯ দিনের ছুটি ঘোষণা

দুর্গাপূজা, পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) ও লক্ষীপূজা উপলক্ষে ৯দিনের ছুটি ঘোষণা দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আাগামি ১ থেকে ৯ অক্টোবর পর্যন্ত ছুটি বহাল থাকবে। এ সময়ে বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ক্লাস-পরীক্ষা ও  দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে আগামী ১ অক্টোবর (শনিবার) থেকে ৬ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত এবং পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) ও লক্ষীপূজা উপলক্ষে ৯ অক্টোবর (রোববার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিস বন্ধ থাকবে।

আরএম-০৫