নগরে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে বাইসাইকেল চালক নিহত

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ২৪, ২০২২
১১:২৬ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৪, ২০২২
১১:২৬ অপরাহ্ন



নগরে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে বাইসাইকেল চালক নিহত

সিলেট নগরের কাজিরবাজার ব্রিজে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নির্মল সরকার (৩০) নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নির্মল দুর্ঘটনা কবলিত বাইসাইকেলের আরোহী ছিলেন। তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর থানার দূর্গাপুর গ্রামের সুকলাল সরকারের ছেলে এবং নগরের আম্বরখানায় একটি ফার্মেসিতে কর্মরত ছিলেন।  

জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে কাজিবাজার ব্রিজ দিয়ে দক্ষিণ সুরমা থেকে শেখঘাটের দিকে আসছিলেন নির্মল। এসময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে তার বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ও মোটরসাইকেল আরোহী উভয়ে গুরুতর আহত হন। পরে পথচারীরা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল আরোহী হেদায়েত উল্লাহ আমিন (২৯) মুমূর্ষ অবস্থায় ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি তদন্ত মো. ইয়াসিন। তিনি বলেন, ‘শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে দুর্ঘটনা ঘটে। এতে একজন নিহত হন। অপরজন ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’

এএফ/০৬