গোলাপগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ২১, ২০২২
১২:৫০ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২১, ২০২২
১২:৫১ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হেলালুজ্জামান হেলালকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কার করা হয়।
বহিষ্কার পত্রে উল্লেখ করা হয়, ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গঠণতন্ত্র মোতাবেক দলের সকল পর্যায়ের পদ সহ গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ- সভাপতি পদ থেকে তাকে সাময়িক বহিষ্কার করা হয়। অন্যদিকে কেন তাকে স্থায়ী বহিষ্কারর সুপারিশ করা হবে না এবিষয়ে নিজের স্বপক্ষে কোন বক্তব্যে থাকলে তা সাত কার্য দিবসের ভিতরে দলের সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করার জন্য বলা হয়েছে।’
বহিষ্কারে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চোধুরী।
এএফ/০৩