বিবাহিতদের হাতে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি

কবির আহমদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি


সেপ্টেম্বর ১৮, ২০২২
০৪:০০ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৮, ২০২২
০৪:১৯ পূর্বাহ্ন



বিবাহিতদের হাতে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি
ভারপ্রাপ্ত সভাপতির দাবীদার ৩ জন

বিবাহিতদের হাতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি। কয়েক বছর ধরে এমন স্থবির অবস্থা উপজেলা ছাত্রলীগের। এর মধ্যে সভাপতি মো. এখলাছুর রহমান প্রবাসে চলে যাওয়ায় ভারপ্রাপ্ত সভাপতি নিয়ে সৃষ্টি হয়েছে বিভ্রান্তি। এক পদের ভারপ্রাপ্ত সভাপতির দাবীদার হয়েছেন তিনজন সহ-সভাপতি শামসুল আলম, রুপক চন্দ্র দাস ও হাসান মাহমুদ।

দীর্ঘ ১৪ বছর পর কোম্পানীগঞ্জ ছাত্রলীগে নতুন পাল উড়েছিল ২০১৭ সালের ৩১ জানুয়ারি। মো. এখলাছুর রহমানকে সভাপতি এবং মো. ফারুকুজ্জামান রানাকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য ৩৭ সদস্য বিশিষ্ট একটি অপূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন তৎকালীন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ ও সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরী। 

তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা ছিল কমিটির দায়িত্বপ্রাপ্তদের উপর। কিন্তু অর্ধযুগ পেরিয়ে গেলেও হয়নি পূর্ণাঙ্গ কমিটি। দলের নিয়ম বহির্ভূতভাবে প্রায় ১৪ জন বিবাহিত ও ৯ জন চাকরিজীবী কমিটির স্বপদে বহাল তবিয়তে আছেন। এরই মধ্যে হাতেগোনা কয়েকজন বাদে কমিটির অধিকাংশেরই ছাত্রত্ব নেই।

সভাপতি এখলাছুর রহমান যুক্তরাষ্ট্রে পাড়ি জড়িয়েছেন দেড় বছর হলো। জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ভারপ্রাপ্ত দায়িত্বটি কাউকে না দেওয়ায় শামসুল-রূপক-হাসান ত্রয়ী নিজেদের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দাবি করে আসছেন।

মেয়াদোত্তীর্ণ কমিটিতে অছাত্র, বিবাহিত ও বিতর্কিতরা পদ আঁকড়ে আছেন। এখনও কমিটি বিলুপ্তও ঘোষণা করা হয়নি। ফলে দীর্ঘদিন ধরে যাঁরা কর্মী হিসেবে কাজ করছেন বা পদ পাওয়ার প্রত্যাশায় নেতাদের সঙ্গে ঘুরছেন, তাঁদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

এমন পরিস্থিতিতেই সভাপতি প্রবাসে ও সাধারণ সম্পাদক বিবাহিত হওয়ায় দীর্ঘদিন ধরে সাংগঠনিক কার্যক্রম নিষ্ক্রিয় হয়ে পড়েছে।

উপজেলা ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক মো. ওমর আলী দৈনিক সিলেট মিরর-কে বলেন, ‘সভাপতি দেশে নেই, কমিটির অধিকাংশ নেতারাই বিবাহ করে সংসার নিয়ে ব্যস্ত। আবার অনেকেই‌ বিভিন্ন চাকরিতে যোগদান করেছেন। হাতেগোনা যে কয়েকজন রয়েছেন তাদেরও তেমন কোন এক্টিভিটিস নেই। এজন্য বর্তমান কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে নতুন একটি সক্রিয় কমিটি গঠন করার জন্য জেলা ছাত্রলীগের কমিটি অনুরোধ করছি।’

জানতে চাইলে সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ সিলেট মিরর-কে বলেন, ‘কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগে কাউকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়নি। কোম্পানীগঞ্জে শিগগিরই নতুন কমিটি গঠন করা হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি ও স্থানীয় নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে যোগ্য, মেধাবী ও সাহসী ছাত্রদের নিয়ে কমিটি গঠন করা হবে।

কমিটি নিয়ে জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম সিলেট মিরর-কে বলেন, গতকাল গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করেছি। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রমে গতি নেই। শিগগিরই কোম্পানীগঞ্জ উপজেলাসহ পর্যায়ক্রমে সিলেটের সকল উপজেলা ও কলেজসমূহে শিগগিরই কমিটি দেওয়া হবে। কমিটিতে নিবেদিত কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করতে ঐক্যবদ্ধ ছাত্রলীগের বড়ই প্রয়োজন।


এএফ/১৭