মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্যোশ্যাল সার্ভিসেস ক্লাবের কমিটি গঠন

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ১৮, ২০২২
০৩:৩১ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৮, ২০২২
০৩:৩১ পূর্বাহ্ন



মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্যোশ্যাল সার্ভিসেস ক্লাবের কমিটি গঠন

সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের ২০২২-২৩ সালের কার্যনির্বাহী কমিটি গঠন হয়েছে।

আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, কমিটিতে আইন ও বিচার বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক গাজী সাইফুল হাসানকে সভাপতি ও সিএসই বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল হাদি মাহফুজকে সাধারণ সম্পাদক করা হয়েছে। 

কমিটিতে সিএসই বিভাগের প্রধান, সহযোগী অধ্যাপক মো. মাহফুজুল হাসান উপদেষ্টা, আবু বকর সিদ্দিক ছাত্র উপদেষ্টা, ইশরাত জাহান বন্যা সহসভাপতি ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক মো. মোস্তাফিজুর রহমান কোষাধ্যক্ষ হিসেবে আছেন।

কমিটির অন্যান্যরা হলেন- যুগ্ম সম্পাদক নাফিসা তাবাসসুম ফারিহা, দেবাঞ্জন দত্ত, যুগ্ম কোষাধ্যক্ষ রাভিনা বেগম, সাংগঠনিক সম্পাদক অভিষেক চক্রবর্তী, মোহাম্মদ ইয়াসিন ও তানভির শাহরিয়ার, দপ্তর সম্পাদক মেহানুর রহমান সৌমিক, যুগ্ম দপ্তর সম্পাদক মামুন আহমেদ, জনসংযোগ সম্পাদক তাহমিনা সাদাফ ও শাহরিয়ার আহমদ, প্রকাশনা সম্পাদক নাঈম এইচ আব্দুল্লাহ ও শিল্পা দাস, ছাত্র সম্পাদক মোয়াজ্জেম খান সামি ও দেবকি ঘোষ, ক্রীড়া সম্পাদক মিলন তালুকদার, সাংস্কৃতিক সম্পাদক আদ্রিজা সেনাপতি ও মৌমিতা দেবনাথ মৌ, স্বেচ্ছাসেবক সমন্বয়কারী মকসুদুর রহমান হৃদয় ও নুজহাত তাবাসসুম প্রকৃতি, রক্তদান উইংয়ে মনসুরুজ্জামান শেখ ইমন ও আবির রহমান, নির্বাহী সদস্য সৃজনী দাস, আনিকা দত্ত বিথী, তানজিনা আক্তার প্রাপ্তি, জান্নাতুল নওশীন আভা, নুজহাত ফারিহা, রাইয়া রাহমি লেইস, উম্মে আবরার তাবাসসুম মিম, সালমান আহমেদ, আবসারুজ্জামান অমি, তাসনিম হাসান তালুকদার মিম, প্রমিত দে, অনুপ রয় মৃদুল, সাদিয়া মেহজাবিন, জুমানা রব চৌধুরী, তানজিনা অরণ্য ইসলাম, মাহফুজ আহমেদ সিজান, নাজমুস সাকিব আল মাহদি ও সুমন আহমেদ মাসুম।

নতুন কমিটিকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী। তিনি আশা প্রকাশ করে বলেছেন, সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজের কল্যাণে ক্লাবের সবাই নিবেদিতভাবে কাজ করবেন এবং এক্ষেত্রে কর্তৃপক্ষ বরাবরের মতোই সহযোগিতা করবে।

এএফ/১৪