সিলেটে ‘টেকসই মাৎস্যখাত’ শীর্ষক তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু

সিকৃবি সংবাদদাতা


সেপ্টেম্বর ১৭, ২০২২
০৭:০৪ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৭, ২০২২
০৭:০৪ পূর্বাহ্ন



সিলেটে ‘টেকসই মাৎস্যখাত’ শীর্ষক তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু
মৎস্য বিষয়ক গবেষণার উপর জোর

সিলেটে ‘টেকসই মৎস্যখাত’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বক্তারা মৎস্য বিষয়ক গবেষণার উপর জোর দিয়ে বলেছেন, ‘বাংলাদেশের জন্য সঠিক পুষ্টির প্রাপ্যতা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। এক্ষেত্রে সবচেয়ে সহজলভ্য মাছ থেকে পুষ্টি পাওয়া। এজন্য দেশে জনগণের পুষ্টির ঘাটতি পূরণে মৎস্য নিয়ে গবেষণা খুব জরুরি।’

গতকাল শুক্রবার সিলেট নগরের সুবিদবাজারের খান প্যালেসে এ আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎসবিজ্ঞান অনুষদ তিন দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করেছে। 

সম্মেলনে বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, ডেনমার্ক, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, কোরিয়াসহ দশটি দেশ থেকে তিনশ জনের বেশি গবেষক অংশ নিয়েছেন। সম্মেলনে মৎস্যখাত সংক্রান্ত ১৯৩ টি গবেষণার ফলাফল উপস্থাপন করা হবে।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুন্ড’র সভাপতিত্বে সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য ইমেরিটাস অধ্যাপক ড. এম এ সাত্তার মন্ডল।

উদ্বোধনী অনুষ্ঠানে মলা মাছ ও জলজ খাদ্যের মাধ্যমে অপুষ্টি দূরীকরণে অসামান্য অবদান রেখে বিশ্ব খাদ্য পুরষ্কার পাওয়া বিজ্ঞানী ওয়ার্ল্ডফিশের পুষ্টি ও জনস্বাস্থ্য বিষয়ক গেøাবাল লিড ড.শকুন্তলা হরাকসিংহ থিলস্টেডকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা গ্রহণ শেষে ড. শকুন্তলা হরাকসিংহ দেশীয় ছোট মাছের গুণাগুনের কথা তুলে ধরে বলেন, ‘দেশীয় মাছের মধ্যে মলা মাছ পুষ্টিগুণ সমৃদ্ধ। বাংলাদেশ পুষ্টি ঘাটতি পূরণে দেশীয় মাছ গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করতে পারে।’

সম্মেলনের প্রথমদিনে বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খ. মাহবুবুল হক, ওয়ার্ল্ডফিশের আঞ্চলিক পরিচালক ক্রিস্টফার রোজ প্রাইস, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের পরিচালক অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ ও সম্মেলন আয়োজক কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এম এম মাহবুব আলম।

উদ্বোধনী দিনে মৎস্য চাষ ও পুষ্টি, জলজ সম্পদ ব্যবস্থাপনা ও সংরক্ষণ, মৎস্যখাত ও জলবায়ু পরিবর্তন, মৎস্য স্বাস্থ্য ব্যবস্থাপনা সংক্রান্ত ৪টি বিষয়ভিত্তিক অধিবেশন ও মৎস্য সংক্রান্ত গবেষণার সঙ্গে শিল্প প্রতিষ্ঠানের সংযোগ নিয়ে একটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। গতকাল প্রথম দিনে মোট ৫৩টি গবেষণার ফলাফল উপস্থাপিত হয়। একই সঙ্গে গবেষকরা তাদের গবেষণা কার্যক্রমের উপর ২২টি পোস্টার প্রদর্শন করেন।

মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন ও সম্মেলনের আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুন্ড বলেন, ২০১৯ সালে প্রথমবারের মত টেকসই মৎস্যখাত শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন শুরু করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। এবার দ্বিতীয়বারের মত সিলেটে এই সম্মেলনের আয়োজন করছি আমরা। এই সম্মেলনের মাধ্যমে সারাবিশ্বে মৎস্যখাত নিয়ে চলমান গবেষণাগুলো উপস্থাপিত হবে এবং পৃথিবীর নানা প্রান্ত থেকে আগত গবেষকদের পারষ্পরিক মতবিনিময়েরর সুযোগ ঘটবে। আগামীতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে মৎস্যখাতের ভ‚মিকা কি হবে তা নিয়ে আলোচনা হবে এই সম্মেলনে’।

এএফ/০৭