পরিবেশ অধিদপ্তরের আলোকচিত্রী প্রতিযোগিতায় জাতীয় পুরস্কার পাচ্ছেন সাংবাদিক সাব্বির

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি


সেপ্টেম্বর ১৭, ২০২২
০৬:২৪ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৭, ২০২২
০৬:২৪ পূর্বাহ্ন



পরিবেশ অধিদপ্তরের আলোকচিত্রী প্রতিযোগিতায় জাতীয় পুরস্কার পাচ্ছেন সাংবাদিক সাব্বির

পরিবেশ দিবস-২০২২ উপলক্ষে এশিয়া প্যাসিফিক আঞ্চলিক ওজোন টু ক্লাইমেট আর্ট কন্টেষ্ট ২০২১-২২ এ জাতীয় পর্যায় চূড়ান্ত প্রতিযোগিতায় ফটোগ্রাফীতে বিজয়ী হয়েছেন সিলেটের সাংবাদিক মো. রেজওয়ান করিম সাব্বির।  আগামী সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে পুরস্কার গ্রহণ করবেন।

আগামী সোমবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ব ওজোন দিবস ২০২২ উপলক্ষে আগারগাওস্থ পরিবেশ ভবনের অডিটরিয়ামে পরিবেশ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে এশিয়া প্যাসিফিক আঞ্চলিক ওজোন টু ক্লাইমেট আর্ট কন্টেষ্ট ২০২১-২২ ফটোগ্রাফীতে অন্যতম বিজয়ী হিসাবে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

রেজওয়ান করিম সাব্বির বিগত ২০০৯ সাল হতে সাংবাদিকতা করে আসছেন। বিগত ২০১৯ সাল হতে সাংবাদিকতার পাশাপাশি আলোকচিত্রী হিসাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের বিভিন্ন জেলা সহ ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন আলোকচিত্রী প্রতিযোগিতায় অংশ গ্রহন করে একাধিক পুরস্কার লাভ করেন। 

জৈন্তা ফটোগ্রাফিক সোসাইটির ফাউন্ডার, সহকারী অধ্যাপক ও বিপিএস ফেলোশীপ মো. খায়রুল ইসলাম বলেন, সাংবাদিক মো. রেজওয়ান করিম সাব্বির ঢাকা হতে প্রকাশিত দৈনিক আজকের পত্রিকা সিলেট হতে প্রকাশিত দৈনিক সিলেট মিরর এবং সিলেটের অনলাইন গণমাধ্যম সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি হিসাবে সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। পাশাপাশি তিন ফাটোগ্রাফীর মাধ্যমে বিশ্ববাসীর কাছে জৈন্তাপুর উপজেলাকে তুলে ধরেছেন। করোনাকালীন সময়ে বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (বিপিএস) এর দ্বিতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় ‘এবিপি’তে অংশ নিয়ে তিনি ‘বিপিএস-সিএম’ পদক অর্জন করেন। তিনি জাতীয় পর্যায়ে পুরস্কারের জন্য নির্বাচিত হওয়ায় জৈন্তাপুরবাসীর পক্ষ হতে শুভেচ্ছা সহ অভিনন্দন জানিয়েছি।

জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম বলেন, আলোকচিত্রীদের কাজ অত্যন্ত ব্যয়বহুল এবং চ্যালেঞ্জিং বিষয়। নানা প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে আলোকচিত্র সংগ্রহ করতে হয়। ফটোগ্রাফারদের ত্যাগের কারণে আমরা সুন্দর সুন্দর ছবি দেখতে পারি। জৈন্তাপুর প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক এশিয়া প্যাসিফিক আঞ্চলিক ওজোন টু ক্লাইমেট আর্ট কন্টেষ্ট ২০২১-২২ ফটোগ্রাফীতে অন্যতম বিজয়ী হিসাবে জাতীয় পুরস্কার গ্রহন করবে এটা বৃহত্তর সিলেটবাসীর জন্য গর্বের বিষয়। 


আরকেএস-০১ /এএফ-০৫