সম্মিলিত সামাজিক আন্দোলনের কর্মী সভা শুক্রবার

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ১৫, ২০২২
১১:৪৬ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৫, ২০২২
১১:৪৬ অপরাহ্ন



সম্মিলিত সামাজিক আন্দোলনের কর্মী সভা শুক্রবার

সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেট জেলা কমিটির কর্মী সভা অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার (১৬ সেপ্টেম্বর)। বিকেল ৪ টায় জিন্দাবাজারস্থ ইমজা মিলনায়তনে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সালেহ আহমদ। বিশেষ অতিি হিসেবে থাকবেন যুগ্ম সাধারণ সম্পাদক এ কে আজাদ। 

সাম্প্রদায়িকতা-সামাজিক অবক্ষয় ও রাজনৈতিক অসহিষ্ণুতার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের ভাবাদর্শের রাষ্ট্র এবং সমাজ গড়ে তোলার দাবিকে সামনে রেখে এ কর্মী সভার আয়োজন করা হয়। কর্মী সভায় উপস্থিত থাকার জন্য প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের ভাবাদর্শে বিশ্বাসী সবার প্রতি অনুরোধ জানিয়েছেন জেলা আহ্বায়ক অধ্যাপক জান্নাত আরা খান পান্না ও সদস্যসচিব সন্দিপন শুভ।

বিএ-০১