নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৫, ২০২২
১১:৪৫ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৫, ২০২২
১১:৫৮ অপরাহ্ন
সিলেট জেলা পরিষদের আসন্ন নির্বাচনে তিন পদে মোট ৯০ প্রার্থী মনোনয়নপত্র কিনলেও জমা দিয়েছেন ৭৩ জন প্রার্থী। চেয়ারম্যান পদে একজন ছাড়া পরিষদের সাধারণ সদস্য পদে ৫৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তার নিকট প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা।
তিনি জানান, চেয়ারম্যান পদে ২ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন একজন। পরিষদের সাধারণ সদস্যপদে ৬৯ জন প্রার্থী মনোনয়নপত্র কিনলেও জমা দিয়েছেন ৫৫ জন। সংরক্ষিত নারী সদস্যপদে ১৯ প্রার্থী মনোনয়নপত্র কিনলেও জমা দিয়েছেন ১৭ জন।
মনোনয়নপত্র জমা শেষে দেখা গেছে সাধারণ সদস্যপদে সিলেট জেলা পরিষদের ৯টি ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী ৮ নং ওয়ার্ডে (বিয়ানীবাজার)। এই ওয়ার্ডে মনোনয়ন জমা দিয়েছেন ৯ জন প্রার্থী। এরপরই ৬ জন করে প্রার্থীতা জমা দিয়েছেন ১০ নং ওয়ার্ড (গোয়াইনঘাট) ও ১২নং ওয়ার্ডে (কানাইঘাট)। ৫ জন করে মনোননয়পত্র জমা দিয়েছেন ৭নং ওয়ার্ড (গোলাপগঞ্জ) ও ১৩নং ওয়ার্ডে (জকিগঞ্জ)। ৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন ৯নং ওয়ার্ডে (জৈন্তাপুর)।
এছাড়া ৩ জন করে মনোনয়ন জমা দেন ১নং ওয়ার্ড (সিলেট সিটি করপোরেশনের ২৮, ২৯, ৩০, ৪০, ৪১, ৪২, সংরক্ষিত ১০ ও ১৪ ব্যতীত এবং সিলেট সদর), ২নং ওয়ার্ড (সিলেট সিটি করপোরেশনের ২৮, ২৯, ৩০, ৪০, ৪১, ৪২, সংরক্ষিত ১০ ও ১৪ এবং দক্ষিণ সুরমা উপজেলা), ৩নং ওয়ার্ড (ফেঞ্চুগঞ্জ), ৪নং ওয়ার্ড (বালাগঞ্জ), ৫নং ওয়ার্ড (ওসমানীনগর) ও ১১নং ওয়ার্ড (কোম্পানীগঞ্জ) এলাকা থেকে। ৬নং ওয়ার্ড (বিশ্বনাথ) থেকে সবচেয়ে কম ২ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সংরক্ষিত নারী আসনে সংরক্ষিত ৪নং ওয়ার্ড থেকে সবচেয়ে বেশি ৫ নারী নেত্রী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরপরই সংরক্ষিত ২নং ওয়ার্ড (বালাগঞ্জ-ওসমানীনগর-বিশ্বনাথ) থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪ নারীনেত্রী। এছাড়া ৩ জন করে প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন সংরক্ষিত ১নং ওয়ার্ড (সিলেট সিটি কর্পোরেশন-দক্ষিণ সুরমা-সদর-ফেঞ্চুগঞ্জ) এবং সংরক্ষিত ৩নং ওয়ার্ড (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) থেকে। সংরক্ষিত ৫নং ওয়ার্ড (কানাইঘাট-জকিগঞ্জ) থেকে মনোনয়ন জমা দিয়েছেন ২ প্রার্থী।
নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১৯ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত আপিল, ২২ থেকে ২৪ সেপ্টেম্বর আপিল নিষ্পত্তি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর এবং ২৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ হবে।
এএফ/০৬