নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৫, ২০২২
১০:২৮ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৫, ২০২২
১০:২৮ অপরাহ্ন
প্রথম দিন সিলেট নগরের একটি পরীক্ষা কেন্দ্রের দৃশ্য। ছবি- শেখ নাসির
সারা দেশের মতো সিলেটও শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সিলেট শিক্ষা বোর্ডের অধিনে আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় বেলা একটায়।
প্রথম দিন আজ বাংলা প্রথমপত্র পরীক্ষায় ১ লাখ ১৩ হাজার ৩২৮ জন শিক্ষার্থী অংশগ্রহণের কথা থাকলেও প্রথম দিন পরীক্ষা দিয়েছেন ১ লাখ ১২ হাজার ২০৯ জন শিক্ষার্থী। অনুপস্থিত ছিলেন ১ হাজার ১১৯ জন।
বিভাগে সবচেয়ে বেশি অনুপস্থিত সিলেট জেলায় ৩৭৯ জন। এরপর সুনামগঞ্জে ২৭৬ জন এবং হবিগঞ্জে ও মৌলভীবাজারে ২৩২ জন করে।
সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করে শিক্ষাবোর্ড। সব কেন্দ্রে কড়া নিরাপত্তাব্যবস্থা দেখা গেছে। শিক্ষক ও পরীক্ষার্থী ছাড়া অন্য কাউকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি।
সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার সিলেট বোর্ডে ১ লাখ ১৬ হাজার ৪৮৮ জন পরীক্ষার্থী রয়েছে। তন্মধ্যে ৪৯ হাজার ৫১৭ জন ছাত্র, ৬৬ হাজার ৯৭১ জন ছাত্রী। ছাত্রদের চেয়ে ছাত্রীসংখ্যা এবার ১৭ হাজার ৪৫৪ জন বেশি। এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ২৩ হাজার ৩০৩ জন, মানবিকে সর্বাধিক ৮৪ হাজার ২২৯ জন এবং ব্যবসা বিভাগ থেকে ৮ হাজার ৮৯৫ পরীক্ষার্থী রয়েছে।
সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক অরুণ চন্দ্র পাল বলেন, ‘প্রথম দিন পরীক্ষা ভালোভাবে সম্পন্ন হয়েছে। বহিস্কার করার মতো কোনো ঘটনা ঘটেনি। আমি একাধিক পরীক্ষাকেন্দ্র ঘুরে দেখেছি। অভিভাবক-শিক্ষার্থী সবাইকে সন্তুষ্ঠ মনে হয়েছে।
এএফ/০৪