দলীয় নেতাদের নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন নাসির

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ১৫, ২০২২
০৭:৪৯ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৫, ২০২২
১০:৪৭ অপরাহ্ন



দলীয় নেতাদের নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন নাসির

সিলেট জেলা পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তিনি রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মজিবুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এ সময় সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আশফাক আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের অন্তত ছয় নেতা দলীয় মনোনয়ন চেয়েছিলেন। তবে দল থেকে নাসিরকে মনোনয়ন দেওয়া হয়।

এ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র থেকে ড. এনামুল হক সর্দার প্রার্থী হতে পারেন বলে গুঞ্জন রয়েছে। তিনি প্রার্থী না হলে একক প্রার্থী হিসেবে জয় নিশ্চিত হয়ে যাবে নাসিরের।

আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের তারিখ নির্ধারিত রয়েছে।


এএফ/০৩