ঝুমন ও প্রীতম দাশের মুক্তির দাবিতে বাসদের সমাবেশ ও মানববন্ধন

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ১৫, ২০২২
০২:২০ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৫, ২০২২
০২:২০ পূর্বাহ্ন



ঝুমন ও প্রীতম দাশের মুক্তির দাবিতে বাসদের সমাবেশ ও মানববন্ধন

জিটাল নিরাপত্তা আইন‌ে আটক শাল্লার ঝুমন দাশ আপন ও শ্রীঙ্গলের প্রীতম দা‌শের নিংশর্ত মুক্তি এবং মত প্রকা‌শের স্বাধীনতা হরণকারী ডিজিটাল আইন বাতি‌লের দা‌বিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ। সি‌লেট জেলা শাখা।

আজ বুধবার (১৪ সে‌প্টেম্বর) বিকাল ৫টায় নগরের আম্বরখানায় দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাসদ সিলেট জেলা শাখার সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে সমা‌বে‌শে বক্তব‌্য দেন জাহেদ আহমদ, নুরুল ইসলাম, আমজাদ  মিয়া, হোসেন আহমদ, সাগর, নকিব আহমদ, সুলতান, রনি আহমদ প্রমুখ।

বক্তারা নিবর্তনমূলক ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তারের ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে ঝুমন দাশ  ও প্রীতম দাশ এর   নিঃশর্ত মুক্তি দাবি জানান।

সমাবেশে আবু জাফর বলেন, ‘সরকার প্রশাসন ও সরকার দলীয় লোকদের দুর্নীতি, লুটপাট সীমা ছাড়িয়েছে। দুঃশাসনে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। সরকারের পৃষ্টপ‌োষকতায় সাম্প্রদা‌য়িক আস্ফালন চলছে। সরকারের ব্যর্থতা-দুর্নীতি নিয়ে কেউ সমালোচনা করলে, গণমাধ্যমে দুর্নীতি-লুটপাটের খবর ছাপালে তা দমনে এই কুখ্যাত ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার নির্যাতন করা হচ্ছে।‘ তিনি আরও বলেন, ‘কালো আইনে গ্রেপ্তার হয়ে  জেলে খে‌টেছেন কার্টুনিস্ট কিশোর, লেখক মোস্তাক, অ্যাকটিভিষ্ট দিদার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাকির ও সাংবাদিক কাজলসহ অনেকে।’

আবু জাফর অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তারকৃত শাল্লার ঝুমন দাশ আপন ও শ্রীমঙ্গ‌লের প্রীতম দাশ এর  নিঃশর্ত মুক্তি ও নিবর্তনমূলক কালো আইন ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের জোর দাবির জানান।

এএফ/০৬