শাবিপ্রবি প্রতিনিধি
সেপ্টেম্বর ১৫, ২০২২
১২:৩৪ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৫, ২০২২
১২:৩৪ পূর্বাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) রোবোটিক্স বিষয়ক সংগঠন রোবোসাস্টের উদ্যোগে ‘ম্যাথিক্যাল রোবোসাস্ট মান্থ’ শুরু হয়েছে।
আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাদিয়া নওরীন মিথিলা আহমেদ।
তিনি জানান, ক্যাম্পাসভিত্তিক রোবোটিক্স ক্লাব, রোবোসাস্টের ফ্ল্যাগশিপ ইভেন্ট ‘ম্যাথিক্যাল রোবোসাস্ট মান্থ’ শুরু হয়েছে, যা চলবে অক্টোবর পর্যন্ত। এ ইভেন্টের প্রধান আকর্ষণ হিসেবে রয়েছে রোবোটিক্সের পরিচিতি বিষয়ক কর্মশালা। যার রেজিস্ট্রেশন চলমান রয়েছে।
সাদিয়া নওরীন বলেন, এবারের মিথিক্যাল মান্থে নতুনদের জন্য রয়েছে রোবোটিক্স পরিচিতিমূলক ওয়ার্কশপ, রোবটিক্স কম্পিটিশন, টি-শার্টের মাধ্যমে রোবোটিক্স ইত্যাদি। মিথিক্যাল মান্থ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে নতুন শিক্ষার্থীদের জন্য টেন্ট বসানো হয়েছে। সেখানে রোবোটিক্সের পরিচিতি বিষয়ক কর্মশালা জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন আগ্রহীরা। রেজিস্ট্রেশন ছাড়াও সেখানে রোবোসাস্টের প্রজেক্ট প্রদর্শিত হবে। এতে জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে রোবোসাস্টের অর্জনগুলি নিয়ে একটি ফটো গ্যালারীও দেখা যাবে। এছাড়া টেন্টে অন্যতম আকর্ষণ হিসেবে রয়েছে রোবোসাস্টের প্রিমিয়াম মার্চেন্ডাইজ।
তিনি আরো বলেন, বহুল প্রতীক্ষিত ওয়ার্কশপটি ৫ দিনব্যাপী অনুষ্ঠিত হবে। যার মধ্যে একটি ইন্ট্রোডাক্টরি ক্লাস, আরডুইনো, হার্ডওয়্যার এবং সার্কিট ডিজাইন, কোড/লজিক নিয়ে ক্লাসসহ বিভিন্ন বিষয়ে ক্লাস থাকবে। ওয়ার্কশপ শেষে ইন্ট্রা-সাস্ট রোবোটিক্স প্রতিযোগিতা, অটো গ্র্যান্ড প্রিক্স এর প্রবলেম স্টেটমেন্ট প্রকাশ করা হবে। প্রবলেম স্টেটমেন্ট অনুযায়ী পরবর্তীতে রোবোটিক্স প্রতিযোগিতা আয়োজিত হবে, যেখানে বিজয়ী দলের জন্য এবছর আকর্ষণীয় প্রাইজমানি থাকবে। এদিকে মিথিক্যাল মান্থে স্পনসর হিসেবে থাকবে ইউটেক লিমিটেড।
প্রসঙ্গত, ২০১৮, ২০১৯ এবং ২০২০ সালের পর চতুর্থবারের মত আয়োজিত হতে যাচ্ছে রোবোসাস্ট ম্যাথিক্যাল মান্থ। বাংলাদেশের প্রথম হিউম্যানয়েড রোবট রিবো তৈরির পর হিউম্যানয়েড রোবট লি তৈরী করেছে রোবোসাস্ট। ইতিমধ্যে রোবোসাস্ট ৬৫টির বেশি রোবোটিক্স প্রতিযোগিতার টাইটেল জিতেছে। এদিকে এবছর সিঙ্গাপুরে স্বায়ত্তশাসিত যানবাহন চ্যালেঞ্জ-২২ অংশ নিবে টিম সাস্ট ইউ ফরচুন। রোবোসাস্ট জি আই এর চ‚ড়ান্ত লক্ষ্য হল প্রতিটি ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদেরকে রোবোটিক্সে উৎসাহী করে তোলা এবং রোবোটিক্স যাত্রার জন্য একটি সহযোগিতাপূর্ণ পরিবেশ তৈরি করা।
এইচএন-০১/এএফ-০৪