সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ১৪, ২০২২
১০:৫৭ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৪, ২০২২
১১:০০ অপরাহ্ন
প্রতিকী ছবি
নগরের দক্ষিণ সুরমা এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা-বাড়িতে সন্ধান পাওয়া গেছে এডিস মশার লার্ভার। আজ বুধবার দক্ষিণ সুরমায় সিলেট সিটি করপোরেশনের ভ্রাম্যমান আদালতের অভিযানে এ সন্ধান মিলে।
দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকার চার দোকান মালিক ও এক বাড়ির মালিককে এর দায়ে জরিমানা করেছেন সিসিকের ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, দুপুরে নগরের ২৬ নম্বর ওয়ার্ডের ভার্থখলা এলাকায় এডিসের লার্ভার উৎস অনুসন্ধান ও মশক নিধনে বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ভার্থখলা এলাকার কয়েছ এন্ড ব্রাদার্স, ধর স্যানেটারি, নাজমুল এন্ড ব্রাদার্স, মেসার্স খালেদ এন্ড ব্রাদাস ও একটি বাড়িতে এডিসের লার্ভার উৎস পাওয়া যায়। এসব ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ির মালিককে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করে সিসিকের ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান । এসময় উপস্থিত ছিলেন সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম ও সিলেট সিভিল সার্জন কার্যালয়ের কীট ত্বথ্যবিদ মো. নজরুল ইসলাম।
এএনএম/০২