আটক জেলা যুবদলের নবনির্বাচিত সম্পাদক মকসুদ কারাগারে

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ১৪, ২০২২
১০:১০ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৫, ২০২২
০৬:৫০ পূর্বাহ্ন



আটক জেলা যুবদলের নবনির্বাচিত সম্পাদক মকসুদ কারাগারে

সিলেট জেলা যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে আজ মঙ্গলবার ভোররাতে গ্রেপ্তারের পর আজ বিকেলে পুলিশে হস্তান্তর করেছে র‌্যাব। পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী মাহমুদ। তিনি বলেন, ‘তাকে উনারা (র‌্যাব) আমাদের কাছে আজ বিকেল সাড়ে তিনটার দিকে হস্তান্তর করেন। পরে আমরা আধ ঘন্টার মধ্যে তাকে আদালতে প্রেরণ করি।  

মকসুদের ব্যক্তিগত গাড়ির চালক মোহাম্মদ পলাশ বলেন, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে র‍্যাবের বেশ কয়েক সদস্য মকসুদের বাড়ি ঘিরে ফেলেন। এ সময় মকসুদসহ তাঁরা সবাই ঘুমিয়ে ছিলেন। পরে ভোররাত চারটার দিকে মকসুদকে আটক করে র‍্যাব সদস্যরা তাঁদের কার্যালয়ে নিয়ে যান। মকসুদের বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা থাকলেও এসব মামলায় তিনি জামিনে রয়েছেন বলে পলাশ দাবি করেছেন।

গত ১০ সেপ্টেম্বর সিলেট জেলা যুবদলের সম্মেলন শেষে কাউন্সিলে ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত হন মকসুদ আহমদ। এদিকে মকসুদকে ‘তুলে নিয়ে যাওয়ার’ ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে সিলেট জেলা বিএনপি। কোনো ধরনের মামলা ছাড়াই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে মকসুদকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে ওই বিবৃতিতে দাবি করেছেন জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী। তাঁরা বলেন, অবিলম্বে তাঁকে আদালতে প্রেরণ করা হোক।

বিবৃতিতে বলা হয়েছে, ‘গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে সরব থাকা জেলা যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদককে নিজ বাড়ির দরজা ভেঙে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়ায় আমরা খুবই উদ্বিগ্ন।’

এএফ/০২