বিমানবন্দর সড়কে যাত্রীবাহী বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ১৪, ২০২২
০১:৫৬ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৪, ২০২২
০১:৫৮ পূর্বাহ্ন



বিমানবন্দর সড়কে যাত্রীবাহী বাসে আগুন

সিলেট বিমানবন্দর সড়কে যাত্রীবাহী বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে সিলেট আন্তজার্তিক ক্রিকেট স্টেডিয়ামের কিছু সামনে এ ঘটনা ঘটে। বাসের ইঞ্জিন ক্রটির কারণে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে পুলিশ। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে বিমানবন্দরগামী বিআরটিসি বাস আন্তজার্তিক ক্রিকেট স্টেডিয়াম পার হয়ে কিছুদূর যাওয়ার পরপরই এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় বাসে অর্ধশতাধিক যাত্রী ছিলেন। তারা সিলেটে ঘুরতে এসেছেন। এদিকে বাসে ধোঁয়া দেখার সঙ্গে সঙ্গেই যাত্রীরা বাস থেকে নেমে পড়েন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

এ বিষয়ে মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির সিলেট মিররকে বলেন, ‘রাত ৯টার দিকে বিমানবন্দর সড়কে বিআরটিসির একটি বাসে আগুন লাগে। বাসে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। তারা সিলেট ঘুরতে আসেন। ইঞ্জিনের ত্রæটির কারণে এই অগ্নিকান্ড ঘটেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।’


এনএইচ-০১/এএফ-০১