শৈলীর উপদেষ্টা মাজিদের যুক্তরাজ্য গমন উপলক্ষে সংবর্ধনা

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ১২, ২০২২
০৭:০৯ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১২, ২০২২
০৭:১১ অপরাহ্ন



শৈলীর উপদেষ্টা মাজিদের যুক্তরাজ্য গমন উপলক্ষে সংবর্ধনা

প্রগতিশীর পাঠকসংঘ শৈলীর উপদেষ্টা মাজিদুল ইসলাম চৌধুরীর উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্য গমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

গত শনিবার নগরের বালুচরস্থ জামিআ সিদ্দিকিয়া মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক সামিম গাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শৈলীর সভাপতি সাইয়্যিদ মুজাদ্দিদ। প্রধান অতিথির বক্তব্য দেন শৈলীর প্রধান উপদেষ্টা কবি ও গবেষক সৈয়দ মবনু। তিনি বলেন, চিন্তা মানুষকে একত্রিত করে। ভৌগলিক দূরত্ব তৈরি হলেও চিন্তা দূরত্ব কমিয়ে আনে। মাজিদুল ইসলাম চৌধুরী শৈলীর সাথে ছিলেন এবং আজীবন থাকবেন। পৃথিবীর যেকোনো জায়গায় গেলেও জ্ঞান, বুদ্ধি, কর্ম, প্রেমের দর্শন ছড়িয়ে দিবেন বলে আশা রাখি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন শৈলীর উপদেষ্টা হেলাল হামাম এবং উপদেষ্টা মোহাম্মদ জাফর ইকবাল। এসময় শৈলীর উপদেষ্টা, সদস্য এবং সভ্যবৃন্দ সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা মাজিদুল ইসলাম চৌধুরীর হাতে ক্রেস্ট তুলে দেন। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শৈলীর যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাঈল আলী, অর্থ সম্পাদক খাইরুল ইসলাম, নির্বাহী সদস্য দেওয়ান নাফে চৌধুরী এবং সৈয়দ হালিম প্রমুখ।

সভাপতি সাইয়্যিদ মুজাদ্দিদের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। দোয়া পরিচালনা করেন প্রধান অতিথি কবি ও গবেষক সৈয়দ মবনু।


এএনএম/০১