গোলাপগঞ্জে আসাদ খাল ও বাঁধ নির্মাণ প্রকল্প পরিদর্শনে এমপি নাহিদ

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ১২, ২০২২
০২:৩৬ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১২, ২০২২
০৫:৫৭ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে আসাদ খাল ও বাঁধ নির্মাণ প্রকল্প পরিদর্শনে এমপি নাহিদ

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, ‘কৃষি নির্ভর বাংলাদেশে কৃষকরাই দেশের উন্নয়নের প্রধান রূপকার।’

আজ রবিবার (১১ সেপ্টেম্বর) বিকাল তিনটায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়ন পরিষদ আয়োজিত কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি ও কৃষকের মানোন্নয়নে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়ন বাস স্ট্যান্ডে লক্ষীপাশা ইউপি চেয়ারম্যান মাহতাব উদ্দিন জেবুলের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শান্ত দাস ও ২নং ওয়ার্ড ইউপি সদস্য সুবেল আহমদ ইমরানের যৌথ সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘এদেশের গরিব, দুঃখী, উচ্চ ও মধ্যবিত্ত সকল শ্রেণী-পেশার মানুষের মুখে আহার জোগাতে এদেশের কৃষকরা প্রতিদিন রোদ-বৃষ্টি ঝড়ে, শীত-গ্রীষ্মে মাঠে কটোর পরিশ্রম করে চলেছেন। তাদের শ্রমেই আমরা আমাদের দেশের চাহিদা পূরণ করে আজ বিদেশে বাড়তি খাদ্য রপ্তানি করতে সক্ষম হয়েছি।’ তিনি বলেন, ‘এজন্য সরকার কৃষি ও কৃষকদের আরও মানোন্নয়নে যুগপোযোগী পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে চলেছে। কৃষি ও কৃষিজ উৎপাদন বৃদ্ধিতে নতুন নতুন উদ্ভাবন বা প্রযুক্তির মাধ্যমে কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটাতে সক্ষম হয়েছি।’ তিনি আরো বলেন, ‘এ ক্ষেত্রে আমরাও যাতে দেশের এক ইঞ্চি জমিও পতিত না রাখি সেদিকে সকলকে নজর রাখতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রি শেখ হাসিনা জোর দিয়েছেন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, সিলেট কৃষি বিশ্ব বিদ্যালয়ের রেজিস্টার বদরুল ইসলাম সুয়েব, জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনিছুজ্জামান, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মকসুদুল আউয়াল, লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান প্রমুখ। 

এর আগে সকালে সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের দামড়ীর হাওরে ‘আসাদ খাল ও ২কোটি ৭৫লাখ টাকা ব্যয়ে বাধ নির্মাণ প্রকল্প’ পরিদর্শন করেন।


এএফ/০৬