ওসমানীনগর প্রতিনিধি
সেপ্টেম্বর ১২, ২০২২
০১:৩৪ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১২, ২০২২
০১:৩৪ পূর্বাহ্ন
সিলেটের ওসমানীনগরে মোটরসাইকেলের গতিরোধ করে এক মোবাইল ব্যবসায়ীর কাছ থেকে নগদ এক লাখ টাকা ও চারটি মোবাইল ছিনিয়ে নিয়েছে দুস্কৃতিকারীরা। শনিবার (১০ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে উপজেলার কাশিকাপন আধুনিক কমিউনিটি সেন্টারের সামনে ওই ছিনতাইয়ের ঘটনাটি হয়।
তাজপুর বাজারের দুলন টেলিকমের স্বত্বাধিকারী দুলন মোহাম্মদ জানান, তিনি ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে কাশিকাপন এলাকায় পৌঁছলে একটি প্রাইভেট কার তাঁর মোটর সাইকেলের গতিরোধ করে। এ সময় তিনি মোটরসাইকেল থামালে মুখোশ পরা চার জন দেশীয় অস্ত্র দেখিয়ে সঙ্গে থাকা এক লাখ টাকা ও ব্যবসায় ব্যবহৃত চারটি মোবাইল ছিনিয়ে নেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাঈন বলেন, ‘ছিনতাইয়ের বিষয়টি উল্লেখ করে ওই ব্যবসায়ী ওসমানীনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’
ইউডি-০১/এএফ-০৬