নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১২, ২০২২
০১:০১ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১২, ২০২২
১১:২৫ অপরাহ্ন
কাউন্সিলে ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে সিলেট মহানগর যুবদল। নির্বাচনে সিলেট মহানগর যুবদলের সভাপতি পদে নেওয়াজ বখত চৌধুরী তারেক এবং সাধারণ সম্পাদক পদে মির্জা সম্রাট নির্বাচিত হয়েছেন।
আজ রবিবার (১১ সেপ্টেম্বর) নগরের দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সম্মেলন কেন্দ্রে ভোটগ্রহণ শেষে তাদের বিজয়ী ঘোষণা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আশিক উদ্দিন আসুক।
সিলেট সিটি করপোরেশন গঠনের ২২ বছরে এবারই প্রথম সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব পেল মহানগর যুবদল।
কাউন্সিলে মহানগর যুবদলের সভাপতি পদে প্রার্থী হয়েছিলেন বর্তমান আহ্বায়ক কমিটির সদস্যসচিব শাহনেওয়াজ বখত তারেক ও আহ্বায়ক কমিটির সদস্য তোফাজ্জল হোসেন বেলাল। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছিলেন সাবেক ছাত্রদল নেতা এমদাদুল হক স্বপন, মীর্জা সম্রাট ও উমেদুর রহমান উমেদ।
জানা যায়, পৌরসভা থেকে সিলেট সিটি করপোরেশনে রূপান্তরের পর মহানগর যুবদলের কোনো সম্মেলন বা কমিটি হয়নি। পৌরসভা থাকাকালে শহর যুবদলের যে কমিটি হয়েছিল, সেটা সিটি করপোরেশন হওয়ার পর বিলুপ্ত করা হয়। বিলুপ্ত শহর যুবদলের সভাপতি এমদাদ হোসেন টিপু ওয়ান-ইলেভেনের সময় যুক্তরাজ্যে পাড়ি দেন। আর সাধারণ সম্পাদক মঈন উদ্দিন সুহেল মহানগর বিএনপির রাজনীতিতে জড়িয়ে হন।
প্রায় দুই দশক ধরে সিলেট মহানগর যুবদলের সম্মেলন ও নতুন কমিটির প্রত্যাশায় ছিলেন নেতা-কর্মীরা। অবশেষে আজ সে অপেক্ষার অবসান হলো।
এএফ/০৫