সিলেটে জেলা যুবদলের নেতৃত্বে মোমিন-মকসুদ

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ১১, ২০২২
০৩:১৬ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১২, ২০২২
১২:০০ পূর্বাহ্ন



সিলেটে জেলা যুবদলের নেতৃত্বে মোমিন-মকসুদ

সিলেট জেলা যুবদলের কাউন্সিল অধিবেশনের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ। 

নির্বাচনে ৫৮৭ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৫১১ জন।

রাতে ভোট গণনা শেষে কাউন্সিলের ফলাফল ঘোষণা করেন কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আশিক উদ্দিন আসুক।

ঘোষিত ফলাফলে দেখা গেছে, সভাপতি পদে সর্বোচ্চ ৩১৭ ভোট পেয়ে নির্বাচিত হন জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাঈদ আহমদ ১৩৩ এবং জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শাহেদ আহমদ চমন পান ৫৯ ভোট।

সভাপতিপদে মুমিন বড় ব্যবধানে জয় পেলেও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার আভাস দেখা গেছে। এ পদে বর্তমান কমিটির সদস্য সচিব মকসুদ আহমদ ২৮৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিদের মধ্যে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান নেছার ১৯৪ ও সাবেক সহসভাপতি লিটন আহমদ ২৭ ভোট পান।

এএফ/০৭