সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ১১, ২০২২
১২:৫১ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১১, ২০২২
০২:০৭ পূর্বাহ্ন
ভ্যাট পরিশোধের ব্যবস্থা সহজ করতে ও জনগণকে উদ্ধুদ্ধ করতে সিলেটে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে ‘ভ্যাট বুথ’। আগামী মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) থেকে ‘ভ্যাট বুথ’ বসিয়ে দুই দিনব্যাপী কার্যক্রম চলবে সিলেটনগরীসহ জেলার আরও দুই উপজেলায়।
প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বুথগুলোতে ভ্যাট সংক্রান্ত সেবা প্রদান করা হবে বলে জানিয়েছেন ভ্যাট কর্মকর্তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিলেট নগরের শাহজালাল উপশহরস্থ আবগারী ও ভ্যাট বিভাগ কার্যালয়, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কার্যালয়, জিন্দাবাজারের আল-হামরা শপিং সিটির নিচতলা, বন্দর বাজারস্থ করিম উল্লাহ মার্কেটের নিচতলা, উপশহরের রোজভিউ কমপ্লেক্সের নিচতলা, বিয়ানীবাজার পৌরশহরের জামান প্লাজার নিচতলা ও দক্ষিণ সুরমার বাইপাস রোডের আল নূর কমিউনিটি সেন্টারে ‘ভ্যাট বুথ’ স্থাপন করা হবে।
বুথগুলোতে ভ্যাট বিষয়ে সচেতনতা বৃদ্ধি, অনলাইনে ভ্যাট নিবন্ধন গ্রহণ ও মুসক -৬.৩ ইস্যুসহ এ সংক্রান্ত সবধরণের সহযোগিতা প্রদান করা হবে। বুথে এসে যে কেউ সহজে ভ্যাট রিটার্নও জমা দিতে পারবেন।
সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কার্যালয়ের ভ্যাট পরিদর্শক প্রদীপ রঞ্জন বৈষ্ণব সিলেট মিররকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভ্যাট ব্যবস্থাকে আরো কার্যকর করতে এবং ভোক্তাদের সচেতন করতে এ উদ্যোগ।’
নির্ধারিত দিনে ‘ভ্যাট বুথে’ এসে ভ্যাট সংক্রান্ত সেবাগ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
এএফ/০৩