সঠিক নির্বাচন আমরা চাই, দেশের মানুষ চায় : সিলেটে মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ১১, ২০২২
১২:২২ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১১, ২০২২
১২:৩৪ পূর্বাহ্ন



সঠিক নির্বাচন আমরা চাই, দেশের মানুষ চায় : সিলেটে মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ক্ষমতাশীন দল আওয়ামী লীগকে বলেছেন, ‘বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চান এবং আগামী দিনে একটা সঠিক নির্বাচন দেন। একটা সঠিক নির্বাচন আমরা চাই, বাংলাদেশের মানুষ চায়।’ তিনি আরও বলেন, ‘আমরা আওয়ামী লীগ সরকারকে হঠাতে চাই। আমরা দেশের মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার চাই।’

আজ শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের ঐতিহ্যবাহী রেজিস্টারি মাঠে জেলা যুব দলের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জেলা যুবদলের আহ্বাবায়ক সিদ্দিকুর রহমান পাপলুর সভাপতিত্বে এবং আহবায়ক কমিটির সদস্য সচিব মকসুদ আহমদ, সদস্য মিজানুর রহমান নেছার ও লিটন আহমদের যৌথ পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদী লুনা, ড. এনামুল হক, খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির সহ-ক্ষুদ্র ঋণ বিয়সক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী প্রমুখ।

মির্জা আব্বাস বলেন, ‘সম্প্রতি সিঙ্গাপুরের ৪২তম ধনীর তালিকায় স্থান পাওয়া আজিজ খানকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘হঠাৎ করে অখ্যাত এক ব্যক্তি সিঙ্গাপুরের কুখ্যাত হয়ে গেল। তিনি নাকি সিঙ্গাপুরের ৪২তম ধনী ব্যক্তি। বাংলাদেশের নাগরিক কিছুদিন আগেও বাংলাদেশে ছিলেন। দেশের টাকা লুটপাট করে তিনি এখন সিঙ্গাপুরের ধনী।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ব্যাংক থেকে ৮ হাজার কোটি টাকা পাচার হয়ে গেল, তার কোনো খোঁজ নাই। এভাবে নির্বাচনের আগে এই সরকার সবকিছু শেষ করে দিয়ে দেশ থেকে পালিয়ে যাবে।’

তিনি বলেন, ‘৪০ বছর পরে যদি শেখ মুজিব হত্যার বিচার হতে পারে তবে ৪০ বছর পরে হলেও আপনাদের চুরি, হত্যা, রাহাজানির বিচার আমরা করব। আমরা করতে না পারলে আমারে পরবর্তী প্রজন্ম করবে। এটা ইতিহাসে লেখা থাকবে, আপনারা মাফ পাবেন না।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার মানবিক আবেদনে সরকার সাড়া দেয়নি মন্তব্য করে তিনি বলেন, ‘মানবিক আবেদনে সাড়া দিয়ে চিকিৎসা করতে দিচ্ছে না। আমরা আবেদন করেছি, নিবেদন করেছি। উনাকে এবার বিদেশে পাঠান। কিন্তু উনাকে বিনা চিকিৎসায় এ দেশেই উনারা মেরে ফেলতে চান-এমনই আমার ধারণা।’

এ সময় সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাকশাল থেকে যে বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল দেশের মানুষ সেই বাংলাদেশে ফিরে যেতে চায়। তিনি নেতাকর্মীদের প্রতি সিলেটের মাটি থেকেই সরকার পতনের আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

এর আগে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান।


এএফ/০২