সুরমা নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ১০, ২০২২
০৩:৫৩ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১১, ২০২২
১২:২৪ পূর্বাহ্ন



সুরমা নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

সিলেটের সুরমা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর স্কুলছাত্র মাহি আহমেদের (১৬) লাশ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সিলেট নগরের কুশিঘাট বুরহানাবাদ খেয়াঘাট এলাকার সুরমা নদীতে তার লাশ ভেসে ওঠে।

পরে স্থানীয় লোকজন খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্য এবং পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। মাহি আহমেদ পূর্ব সাদাটিকর এলাকার বাবু মিয়ার ছেলে। সে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।

এর আগে গত বুধবার বিকেল ৪টার দিকে সুরমা নদীর কুশিঘাট বুরহানাবাদ এলাকায় গোসল করতে নেমে নিখোঁজ হয় মাহি আহমেদ।

সিলেট মহানগর পুলিশের শাহপরান (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাহি আহমেদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


এএফ/০৩