নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ০৮, ২০২২
০৮:০৪ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৮, ২০২২
০৮:৪৭ অপরাহ্ন
সিলেটের সুরমা নদীতে গোসল করতে নেমে মাহি আহমেদ (১৫) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। গতকাল বুধবার বিকেল চারটার দিকে নগরের কুশিঘাট বুরহানাবাদ খেয়াঘাট এলাকায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন তিনি।
আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) পর্যন্ত মাহির সন্ধান মেলেনি।
মাহি সিলেট নগরের সাদাটিকর এলাকার বাবু মিয়ার ছেলে ও সৈয়দ হাতিম আলী উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে কুশিঘাট বুরহানাবাদ খেয়াঘাট এলাকায় মাহি তার বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে মাহি নদীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মাহির খোঁজ না পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) যোগাযোগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মাহিকে উদ্ধার করতে অভিযানে নামে। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত মাহির কোনো সন্ধান মেলেনি।
আজ সকাল সাড়ে নয়টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আবার অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন সিলেট ফায়ার সার্ভিস স্টেশনের কন্ট্রোলরুমের কর্মী সামাদ আহমদ।
সিলেট শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল আজ সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু করেছে। সঙ্গে পুলিশ এবং স্থানীয় লোকজনও নিখোঁজ স্কুলছাত্রের সন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এএফ/০১