সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ০৮, ২০২২
০১:১১ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৮, ২০২২
০১:১৮ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা গোলাপনগর আরাবিয়া ইসলামিয়া দারুল হাদিস মাদ্রাসার উন্নয়ন কাজের জন্য ২ লাখ টাকার আর্থিক অনুদান দিয়েছে মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশন।
আজ বুধবার (৭ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে নগরের মিরবক্সটুলা এলাকায় আনুষ্ঠানিকভাবে অনুদানের চেক হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ১নং বাঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ, বাঘা গোলাপনগর আরাবিয়া ইসলামিয়া দারুল হাদিস মাদ্রাসার শিক্ষক মৌলানা মোশাররফ হোসেন চৌধুরী, মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মেহদী হাসান খান। বাঘার গণ্যমাণ্য ব্যক্তিদের মধ্যে আবুল ফজল চৌধুরী সাহেদ উপস্থিত ছিলেন।
অনুদানের এই অর্থ বাঘা গোলাপনগর আরাবিয়া ইসলামিয়া দারুল হাদিস মাদ্রাসার উন্নয়ন ও প্রশস্ত ঈদগাহ নির্মাণ কাজে ব্যবহৃত হবে।
এএফ/০৪