জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
সেপ্টেম্বর ০৭, ২০২২
১০:৪৮ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৭, ২০২২
১১:০৩ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধভাবে পাথর উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যক্তিকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।
আজ বুধবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৪টায় জৈন্তাপুর উপজেলার আসামপাড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন।
অভিযানে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বদরুল হুদা, মো. আলমগীর হোসেন, মোহাইমিনুল হক, আইয়ুম হোসেন।এসময় সহযোগিতা করেন পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা।
অভিযানে আসামপাড়া এলাকায় মাটির নিচ থেকে পাথর উত্তোলন কাজের সঙ্গে জড়িত থাকায় দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানা পরিশোধ শেষে ভবিষ্যতে এ ধরণের কর্মকান্ডে জড়িত না থাকার অঙ্গীকার করেন তাঁরা৷
এলাকাবাসী আব্দুস শুকুর, রাজু, হুমায়ুন, ফারুক, আলমগীর, রফিক বলেন, পরিবেশ অধিদপ্তর আসামপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে চলে যায় ৷ কিন্তু শ্রীপুর কোয়ারী সহ শ্রীপুর বাগান এবং আশপাশ এলাকায় রহস্য জনক কারনে অভিযান পরিচালনা করেনি ৷
সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন বলেন, অভিযানে জরিমানার পাশাপাশি সকলকে সতর্ক করা হয়। যাদের জরিমানা করা হয়েছে তাঁরা আগামীতে একই কর্মকান্ড করলে অধিক জরিমানার পাশাপাশি কঠোর দন্ড দেওয়া হবে বলে জানান।
আরকেএস-০১/এএফ-০১