মিয়ানমারের একজন নাগরিকও বাংলাদেশে ঢুকতে পারবে না

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ০৪, ২০২২
১২:৫৭ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৪, ২০২২
১২:৫৮ পূর্বাহ্ন



মিয়ানমারের একজন নাগরিকও বাংলাদেশে ঢুকতে পারবে না

মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘাতের কারণে সেদেশের কোনো নাগরিককে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত যে, আমরা একটাও মিয়ানমারের নাগরিককে বাংলাদেশে ঢুকতে দেবো না।’

আজ শনিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট নগরের লাক্কাতুরা গলফ ক্লাব মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চা শ্রমিকদের ভিডিও কনফারেন্সে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাদের ওখানে (মিয়ানমারে) সংঘাত হচ্ছে। সংঘাতটা তাদের দেশের বিভিন্ন স্বশস্ত্র গ্রুপের মধ্যে।’

সীমান্তে সতর্কতা বাড়ানোর কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা অসমর্থিত সূত্রে জেনেছি, সেখানে মিয়ানমার সেনাবাহিনী একটি প্রচারণা চালিয়েছে যে ওই এলাকায় যে সমস্ত লোকজন আছে তারা যেন সরে যায়। এজন্য আমাদের ভয় হয়। ভয় হয় এজন্য, এখন তারা অত্যাচারিত হবে, সংঘাত বেশি হবে। তখন তারা আমাদের এদিকে আসার চেষ্টা করবে।’

তিনি স্বস্তি প্রকাশ করে বলেন, ‘তবে আমরা তথ্য পেয়েছি এবার তারা বাংলাদেশের দিকে আসছে না। কোনো মিয়ানমার নাগরিক যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে বিষয়ে আমরা বিজিবিকে সতর্ক অবস্থায় রেখেছি।’

বাংলাদেশ সীমান্তের ভেতরে ফেরে এসে পড়েছে মিয়ানমারের গোলা। এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটলো মিয়ানমার। দ্বিতীয় দফায় আজ মিয়ানমারের যুদ্ধবিমান থেকে ছোড়া দুটি গোলা বান্দরবান সীমান্তবর্তী এলাকায় পড়ার প্রতিক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, ‘আমরা মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে এ বিষয়ে  আলাপ করেছি। তারা আমাদের আশ্বস্ত করেছে যে, তিনি তাঁর সরকারের সঙ্গে এ নিয়ে আলাপ করবেন এবং এমন দুর্ঘটনা আগামীতে যাতে না ঘটে বিষয়টি তারা দেখবেন।’

প্রসঙ্গত, মিয়ানমারের দুটি যুদ্ধ বিমান ও ফাইটিং হেলিকপ্টার থেকে ছোড়া মর্টার সেল বান্দরবান সীমান্তবর্তী এলাকায় পড়েছে। সেখানে দুটি গোলা অবিস্ফোরিত থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। গত রোববারও আরেকটি মর্টার সেল এসে পড়েছিল বাংলাদেশ সীমান্তে।


এএফ/০৩