সিলেটে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ০৩, ২০২২
০৩:৫৯ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৩, ২০২২
০৫:০৬ অপরাহ্ন



সিলেটে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত হয়েছেন। শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে সিলেট-জকিগঞ্জ সড়কের রানাপিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের দিঘীরপার চক্রবানী গ্রামের সাবেক মেম্বার লুৎফর রহমান (৬০), তার স্ত্রী জেলি বেগম (৫০) এবং জকিগঞ্জ উপজেলার মানিকগঞ্জ ইউনিয়নের তুপখানা গ্রামের সোনা মিয়ার ছেলে ইউনুছ মিয়া (৩০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, চারখাই থেকে সিলেটগামী সিএনজি টালিত অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ধাক্কা দিলে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় সিএনজির ৩ যাত্রী ঘটনাস্থলে নিহত হোন। গুরুতর আহত সিএনজি চালকে উদ্ধার করে ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। দুর্ঘটনার ঘটনার খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) রফিকুল ইসলাম।

পুলিশের এ কর্মকর্তা বলেন, সিলেট-জকিগঞ্জ সড়কের রানাপিং এলাকার মিনা সেন্টারের পাশে অটোরিকশা ও পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় আরও এক যাত্রীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।

বিএ-০১