মেট্রোপলিটন ইউনিভার্সিটি পরিদর্শনে ব্যাঙ্গর ইউনিভার্সিটি প্রতিনিধি দল

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ০২, ২০২২
০২:০৪ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০২, ২০২২
০২:০৫ পূর্বাহ্ন



মেট্রোপলিটন ইউনিভার্সিটি পরিদর্শনে ব্যাঙ্গর ইউনিভার্সিটি প্রতিনিধি দল

সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটি ক্যাম্পাস পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের খ্যাতনামা ব্যাঙ্গর ইউনিভার্সিটির প্রতিনিধি দল। সিলেট শহরতলির বটেশ্বরস্থ স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেন তারা।

আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা জানায়, ব্যাঙ্গর ইউনিভার্সিটির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির দক্ষিণ এশীয় আঞ্চলিক ব্যবস্থাপক মর্গান এডওয়ার্ডস।

প্রতিনিধি দলকে ক্যাম্পাসে স্বাগত জানান মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন। এ সময় রেজিস্ট্রার অধ্যাপক ড. নজরুল হক চৌধুরী, পরিচালক (প্রশাসন) তারেক ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক খন্দকার মকসুদ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

মেট্রোপলিটন ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সঙ্গে উচ্চ শিক্ষায় সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন ব্যাঙ্গর ইউনিভার্সিটির প্রতিনিধি দল। প্রাকৃতিক নির্মল পরিবেশে গড়ে ওঠা মেট্রোপলিটন ইউনিভার্সিটির সুবিশাল ক্যাম্পাস দেখে নিজেদের মুগ্ধতার কথা প্রকাশ করেন প্রতিনিধি দলপ্রধান মর্গান এডওয়ার্ডস।


এএফ/০৫