সিকৃবি সংবাদদাতা
সেপ্টেম্বর ০২, ২০২২
১২:২৮ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০২, ২০২২
১২:২৮ পূর্বাহ্ন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও কেমিস্ট্রি বিভাগে অত্যাধুনিক মানের ল্যাবরেটরি উদ্বোধন হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে ল্যাবরেটরিটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার।
উদ্বোধনের পর ল্যবরেটরিটি ঘুরে দেখেছেন উপাচার্য ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। পরে বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বায়োকেমিস্ট্রি ও কেমিস্ট্রি বিভাগের চেয়ারম্যান মোসা. রুবাইয়াৎ নাজনীন আখন্দের সঞ্চালনায় আলোচনায় বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার এবং বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মেহেদী হাসান খান।
এসময় বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ এবং মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার বলেন, ‘বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একমাত্র কৃষি বিশ^বিদ্যালয়গুলোর গবেষণাই উল্লেখ করার মতো।’
তিনি বায়োকেমিস্ট্রি ও কেমিস্ট্রি বিভাগের ল্যাবের মাধ্যমে বিশ^বিদ্যালয়ের গবেষণা কার্যক্রম আরো সম্প্রসারণ করার আহŸান জানান।
জনসংযোগ ও প্রকাশনা দপ্তর জানিয়েছে, লেমিনার এয়ার ফ্লো কেবিনেট, স্পেকট্রোফটোমিটার, পিসিআর এনালাইজার, ইলেকট্রোফরেসিস চেম্বার, ইউভি ট্রানসিলোমিনেটর, বায়োকেমিক্যাল এনালাইজারসহ নানারকম অত্যাধুনিক যন্ত্রপাতি এই ল্যাবরেটরিতে স্থান পেয়েছে।
এএফ/০৪