সিলেটে ওএমএস এর চাল-আটা বিক্রি শুরু

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ০১, ২০২২
০৫:১০ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০১, ২০২২
০৫:১০ অপরাহ্ন



সিলেটে ওএমএস এর চাল-আটা বিক্রি শুরু

নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে আজ থেকে চাল ও আটা খোলা বাজারে বিক্রি কার্যক্রম (ওএমএস) শুরু হয়েছে।

দেশব্যাপী ওএমএসের আওতায় সরকার ৩০ টাকা কেজি দরে চাল ও ১৮ টাকা কেজি দরে আটা বিক্রি করবে। এছাড়া টিসিবির ফ্যামিলি কার্ডধারীরাও অগ্রাধিকার ভিত্তিতে চাল কিনতে পারবে। 

সারাদেশের ন্যায় সিলেটে ওএমএস-এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে নগরেরর ক্বিনব্রিজ এলাকায় কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।

এসময় সিলেট জেলা প্রশাসক মো. মজিবর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার সাদাত, সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সাদিয়া বিনতে সোলায়মান উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, সিলেট সিটি করপোরেশন এলাকায় ১৯ জন ডিলারের মাধ্যমে চাল বিক্রি করা হচ্ছে। এর মধ্যে ৭টি ট্রাক ও ৮টি দোকানে এ  কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আর পুরো বিভাগ মিলিয়ে রয়েছেন ১৪০ জন ডিলার।

আরএম-০২