শুক্রবার সিলেট আসছেন পররাষ্ট্রমন্ত্রী

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ০১, ২০২২
০৪:৫৬ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০১, ২০২২
০৪:৫৬ অপরাহ্ন



শুক্রবার সিলেট আসছেন পররাষ্ট্রমন্ত্রী

আগামিকাল শুক্রবার (২ সেপ্টেম্বর) সিলেট আসছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন। প্রায় ১২ ঘন্টার ঝটিকা সফরে সকাল ৯টার দিকে বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন তিনি।

পরে রাত ৯টার দিকে বিমানযোগেই তিনি ঢাকায় ফিরে যাবেন।

পররাষ্ট্রমন্ত্রীর সরকারি সফরসূচি অনুযায়ী, শুক্রবার সকাল সাড়ে ১০টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলের বর্ধিতাংশের উদ্বোধন করবেন।

বিকেল ৪টায় সিলেট সিটি করপোরেশন আয়োজিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন সংগ্রামীর গল্প’ শীর্ষক বইয়ের কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন ড. মোমেন। 

বিকেল সাড়ে ৫টায় জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিইউ ও এইচডিইউ ইউনিটের উদ্বোধন করবেন মন্ত্রী।

আরএম-০১