সুশাসন প্রতিষ্ঠায় প্রয়োজন শুদ্ধাচার চর্চা: ফরিদা পারভীন

নিজস্ব প্রতিবেদক


আগস্ট ২৯, ২০২২
০৩:১৮ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ২৯, ২০২২
০৩:১৮ পূর্বাহ্ন



সুশাসন প্রতিষ্ঠায় প্রয়োজন শুদ্ধাচার চর্চা: ফরিদা পারভীন
মহিলা বিষয়ক অধিদপ্তর, সিলেট মতবিনিময় সভার আয়োজন করে

মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ফরিদা পারভীন বলেছেন, ‘সরকারের শুদ্ধাচার কৌশলের অংশিদারের সহযোদ্ধা সবাই। সরকার নাগরিকের অধিকার, সর্বক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে শুদ্ধাচার কৌশল প্রণয়ন করেছে। সবাই নিজ থেকে শুদ্ধাচার কৌশল চর্চা করলে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব।’
রবিবার মহিলা অধিদপ্তর, সিলেট কার্যালয় আয়োজিত জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে এবং সুশাসন প্রতিষ্ঠায় অংশীজনের অংশগ্রহণ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট মহিলা অধিদপ্তরের উপরিচালক শাহিনা আক্তারের সভাতিত্বে এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক উপপরিচালক রোজিনা আরজু লাভলীর পরিচালনায় সভায় বক্তব্য বিশেষ অতিথির বক্তব্য দেন, অধিদপ্তরের উপপরিচালক (পরিকল্পপনা ও পরিবীক্ষণ) আয়শা সিদ্দিকী, ও  সহকারী পরিচালক রুবিনা গণি।
বক্তব্য দেন, দেন, সিলেট মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি সিসিক কাউন্সিলর শাহানারা বেগম, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিসিক কাউন্সিলর সালমা সুলতানা, সিলেট উইমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি স্বর্ণলতা রায়, সৈয়দ হুমায়ুন কবির, সুমনা ইসলাম, জয়নাল আবেদিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ‘শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। সুখি ও সমৃদ্ধি দেশ গড়তে প্রয়োজন কঠোর পরিশ্রম। দেশে সুশাসন প্রতিষ্ঠা করে প্রান্তিক মানুষের দ্বোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া ও মানুষের জীবনমান উন্নত করার লক্ষ্যে  বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের চেষ্টায় সবারই আন্তরিক অংশগ্রহণ জরুরি।’
এর আগে, দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মহিলা বিষয়ক অধিদপ্তরের মা ও শিশু সহায়তা কর্মসূচির জেলা পর্যায়ে অবহিতকরণ সভা প্রধান অথিতি হিসেবে যোগ দেন তিনি। সিলেটের জেলাপ্রশাসক জনাব মো. মজিবর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক মনোয়ারা ইশরাত, অতিরিক্ত পরিচালক সালেহা বিনতে সিরাজ, মা ও শিশু সহায়তা কর্মসূচির কর্মসূচি পরিচালক রুবিনা গণি।
বিকেল ৩ ঘটিকায় তিনি উপপরিচালকের কার্যালয়,  মহিলা বিষয়ক অধিদপ্তর, সিলেট প্রাঙ্গনে  এই দপ্তরের আইজিএ প্রকল্প কর্তৃক পরিচালিত নিবেদিতা হস্তশিল্প বিক্রয় ও প্রদর্শণী কেন্দ্র উদ্বোধন করেন।
সকাল ১০ ঘটিকায় হোটেল রোজ ভিউতে সিলেট বিভাগের মহিলা বিষয়ক কর্মকর্তা  ও সূচনা প্রকল্পের সমন্বয় সভায় প্রধান অথিতি হিসেবে যোগদান করেন।
শনিবার তিনি মহিলা বিষয়ক অধিদপ্তরের জৈন্তাপূর উপজেলায় কিশোর কিশোরী ক্লাবের কার্যক্রম পরিদর্শন করেন।