নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৯, ২০২২
০১:০১ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ২৯, ২০২২
০১:০১ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নে বাড়ির জায়গা দখল করে সড়ক নির্মাণের অভিযোগ ওঠেছে ইউনিয়ন পরিষদের এক সদস্যের বিরুদ্ধে। ইউনিয়নের ৪ ওয়ার্ডের সদস্য বাহাউদ্দিনের বিরুদ্ধে নিজের বাড়ির জায়গা দখল করে সড়ক নির্মাণের অভিযোগ করেন ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাবেক সভাপতি ও মানবাধিকার কর্মী সহিদুজ্জামান পাপলু। গত বৃহস্পতিবার সকালে বাহাউদ্দিনের নেতৃত্বে জায়গা দখল করা হয় বলে অভিযোগ তার। এমন অভিযোগের ভিত্তিতে ওইদিন গোলাপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সহিদুজ্জামান পাপলু জানান, বাঘা ইউনিয়নের বাঘা মৌজায় মৌরশী সম্পত্তিতে তাদের বাড়ি। বৃহস্পতিবার ভোরের দিকে বাঘা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মেম্বার বাহাউদ্দিনের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একদল লোক জোরপূর্বক বাড়ির সীমানা প্রাচীর ও বাশের বেড়া ভেঙ্গে জায়গা দখল করে মাটি ভরাট করে রাস্তা নির্মাণ করে।
সাবেক ছাত্রনেতা ও মানবাধিকার কর্মী সহিদুজ্জামান বলেন, ‘আমাদের মৌরশী সম্পত্তি একটি গোষ্টি অনেক দিন ধরে দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই জায়গায় আমরা প্রজন্মের পর প্রজন্ম বসবাস করে আসছি। তবে গত বৃহস্পতিবারে আমরা বাড়িতে অনুপস্থিত থাকার সুযোগ নিয়ে ইউপি সদস্য বাহাউদ্দিনের নেতৃত্বে কংক্রিটের তৈরি সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলে। ঘটনার সময় বাড়িতে শুধু আমার ছোট ভাই উপস্থিত ছিলেন। এ সময় আমার ছোট ভাই ও বাড়ির নারীরা বাধা দিতে গেলে, দখলবাজরা তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র রামদা, লাঠিসোটা দেখিয়ে মেরে ফেলার হুমকি দেয় এবং বাড়ির নারীদের অকথ্য বাসায় গালাগাল করে।’
তিনি আরও বলেন, ‘আমরা থানায় অভিযোগ করেছি। একজন এস আই এসে পরিদর্শন করে গেছেন। পুলিশ থাকা অবস্থায়ও সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করতে আসে। এ ঘটনায় গোলাপগঞ্জ থানায় আমরা অভিযোগ দায়ের করেছি। আমি আশা করবো, আমার বাড়ির নিরাপত্তার স্বার্থে থানা মামলা রেকর্ড করবেন এবং সন্ত্রাসীসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবেন।’
তিনি বলেন, ‘একটি স্বাধীন দেশে যদি একজন মানুষ নিজের বাড়িতে নিরাপদ থাকতে না পারে। এই যন্ত্রণা বিশাল।’
এ বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে যোগাযোগ করে সাংবাদিক পরিচয় দেওয়ার পর ৪ নম্বর ওয়ার্ডের সদস্য বাহাউদ্দিন পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম সিলেট মিররকে বলেন, ‘এ বিষয়ে আমাদের কাছে একটি অভিযোগ এসেছে। আমরা পুলিশ সেখানে পাঠিয়েছি। স্থানীয় চেয়ারম্যান এসে বলেছেন তারা স্থানীয়ভাবে এটি মিমাংসা করবেন। তবে ফৌজদারী ঘটনা ঘটলে আমরা তা অবশ্যই দেখব।’
বিএ-০৩