নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৯, ২০২২
১২:১৬ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ২৯, ২০২২
১২:১৬ পূর্বাহ্ন
সিলেট জেলা ও মহানগর যুবদলের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১০ সেপ্টেম্বর জেলা যুবদল এবং ১১ সেপ্টেম্বর মহানগর যুবদলের সম্মেলনে অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্রে জানা গেছে, ১০ সেপ্টেম্বর সকাল ১০টায় নগরের রেজিস্ট্রারি মাঠে জেলা যুবদলের সম্মেলনের প্রথম অধিবেশনে শুরু হবে। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা দুইটায়। এদিকে পরদিন ১১ সেপ্টেম্বর নগরের মুসলিম সাহিত্য সংসদের সুলেমান হলে মহানগর যুবদলের সম্মেলনে অনুষ্ঠিত হবে।
নির্বচনের মাধ্যমে সিলেট জেলা ও মহানগর যুবদলের সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হবেও বলে ওই সূত্র জানায়।
বিএ-০১