গোলাপগঞ্জ প্রতিনিধি
আগস্ট ২৮, ২০২২
০১:৪৮ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ২৮, ২০২২
০১:৪৮ পূর্বাহ্ন
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘সরকার ইভিএমে নির্বাচনের পাঁয়তারা করছে। কিন্তু আমাদের অভিজ্ঞতায় দেখেছি, এতে ভৌতিক কাজকারবার আছে।’ শনিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি, লোডশেডিং ও সব পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও ভোলায় ছাত্রনেতা নূরে আলম, স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম নিহতের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গোলাপগঞ্জের এমসি একাডেমি মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গোলাপগঞ্জ বাজারের চৌরাস্তায় গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
তিনি বলেন, ‘মূলত, নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে সরকার ইভিএমের ফাঁদ পেতেছে। তবে এই ফাঁদে বিএনপি পা দিবে না। জনগন ইভিএমে নির্বাচন প্রত্যাখান করবে। সরকারের তাবেদার নির্বাচন কমিশনও আমরা মানি না।’
কাইয়ুম চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ ছাড়া দেশের সব রাজনৈতিক দলের আপত্তি থাকা সত্ত্বেও এই নির্বাচন কমিশন ১৫০টি আসনে ইভিএমএ ভোট করতে চাচ্ছে। এই ইভিএম সম্পর্কে দেশের বিখ্যাত প্রকৌশল ও প্রযুক্তি বিশেষজ্ঞ প্রয়াত অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী বলে ছিলেন ইভিএম একটি নিম্ন মানের যন্ত্র। যাহা দিয়ে ভোট প্রয়োগের নিরপেক্ষতা যাচাইয়ের কোন ব্যবস্থা নেই। দেশের মানুষ যখন প্রচলিত পদ্ধতিতে নিজের হাতে ভোট দেয়ার অধিকার পায় না সেখানে ইভিএমের মাধ্যমে মেশিনের মাধ্যমে কিভাবে ভোট নিশ্চিত হবে। বিগত নির্বাচন গুলোতে আওয়ামী লীগ একবার বিনাভোটে হয়েছে, একবার দিনের ভোট রাতে ডাকাতি করে হয়েছে। এইবার ইভিএমের মাধ্যমে ভোট চুরি করতে চায়। এই কমিশন বর্তমান সরকারের আনুক‚ল্যে, নির্বাচন কমিশন আওয়ামীলীগের দালাল হিসেবে কাজ করছে। তাই এই নির্বাচন কমিশনের অধিনে এবং ভোট ডাকাতির ইভিএম মেশিনে দেশে কোন সুষ্ঠু নির্বাচন হবে না।এ ধরনের যড়যন্ত্রের নির্বাচন দেশবাসী প্রতিহত করবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট ৬ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনের ধানের শীষ প্রতীকের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট জেলা বিএনপির সদস্য ফয়সল আহমদ চৌধুরী। এ সময় তিনি বলেন, ‘সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। দেশের মানুষ তাদের চায় না। জনগন জেগে উঠেছে। এই সরকার এখন পালানোর পথও খুঁজে পাচ্ছে না। জাতীয়তাবাদী শক্তির নেতৃত্বে তুমুল গণআন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটানো হবে। এজন্য আমি আগামী দিনগুলোতে বিএনপির সব কর্মসূচির সফল বাস্তবায়নে তৃণমূলসহ সর্বস্থরের নেতৃবৃন্দের সহযোগিতা আহ্বান জানাচ্ছি।’
গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তার বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, উপজেলা বিএনপির সহসভাপতি মাহবুবুর রহমান ফয়সল, আশফাক আহমদ চৌধুরী, মামুনুর রশীদ মামুন, গোলাম কিবরিয়াহ, কফিল উদ্দিন, বদরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আহমদ চৌধুরী, এসএ রিপন আহমদ, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আমীর হোসেন, যুব বিষয়ক সম্পাদক জাকির হোসেন, সিনিয়র সদস্য তারেক বারি অ্যানি, সদস্য এহসান আহমদ, রাসেল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মামুন আহমদ রিপন, যুগ্ম আহ্বায়ক শাহজাহান আহমদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামাল আহমদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তানজিম আহমদসহ উপজেলা পৌর ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির সকল নেতাকর্মীসহ সচেতন মহল।
বিএ-০৩