নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৭, ২০২২
১১:৫৪ অপরাহ্ন
আপডেট : আগস্ট ২৭, ২০২২
১১:৫৪ অপরাহ্ন
চা শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারিত হওয়ায় চলমান কর্মবিরতি প্রত্যাহার করেছে চা শ্রমিক ইউনিয়ন। আজ শনিবার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটায় বিষয়টি নিশ্চিত করেছেন চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা।
তিনি সিলেট মিররকে বলেন, 'সাধারণ শ্রমিকরা আগেই বলেছিল প্রধানমন্ত্রী মজুরি নির্ধআরণ করে দিলে তারা কাজে ফিরবেন। যেহেতু প্রধানমন্ত্রী নতুন মজুরি নির্ধারণ করে দিয়েছেন সেক্ষেত্রে চলমান কর্মবিরতি প্রত্যাহার করা হলো।'
এর আগে দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে গত ৯ আগস্ট থেকে কর্মবিরতি শুরু করেন চা শ্রমিক নেতা। প্রথম ৪ দিন ২ ঘণ্টা করে আর ১৩ আগস্ট থেকে পূর্ণ দিবস কর্মবিরতি শুরু হয়।
এনএইচ/বিএ-০২