মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা ১৮ ও ১৯ নভেম্বর

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ২৭, ২০২২
০৫:১৭ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ২৮, ২০২২
০৫:২০ পূর্বাহ্ন



মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা ১৮ ও ১৯ নভেম্বর

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা আগামী ১৮ ও ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। উপজেলার বাঘা ইউনিয়ন কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আওতাধীন ১১টি স্কুলের শিক্ষার্থীরা এই বৃত্তি পরীক্ষায় অংশ নেবে। 

গত বৃহস্পতিবার মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশন এবং বৃত্তি পরীক্ষা বাস্তবায়ন ও পরিচালনা কমিটির এক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ফাউন্ডেশনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী। 

প্রস্তুতি সভায় বৃত্তি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তগুলো হলো, বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বাঘা ইউনিয়নের হাজী আব্দুল আহাদ উচ্চবিদ্যালয় ও কলেজে। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন চলবে। ‘এ’ ও ‘এ+’ গ্রেডপ্রাপ্ত শিক্ষার্থীরা এই বৃত্তি পাবেন। সরকারি ও প্রাইভেট প্রতিষ্ঠানের ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেনির শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এছাড়া আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে পরীক্ষার ফল প্রকাশ এবং মাঝামাঝি সময়ে বৃত্তি প্রদান অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। 


পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করবেন উপজেলা শিক্ষা অফিসের ইউআরসি/এটিওগণ। 

সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, মেধাবৃত্তি পরীক্ষা বাস্তবায়ন ও পরিচালনা কমিটির সভাপতি আব্দুল ফজল চৌধুরী, মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া চৌধুরী, কোষাধ্যক্ষ মেহেদী হাসান খান, বাঘা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক বদরুল খান, সাংগঠনিক সম্পাদক ফয়জুর রহমান, কোষাধ্যক্ষ নিদুল চন্দ্র পাল প্রমুখ।

 

এএফ/০১