নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৫, ২০২২
১০:২৭ অপরাহ্ন
আপডেট : আগস্ট ২৬, ২০২২
০১:১৫ পূর্বাহ্ন
জাতিসংঘ সম্মেলনে অংশগ্রহণকারীদের সঙ্গে বনানী এস চৌধুরী।
জলবায়ু সংক্রান্ত কার্যক্রমকে গতিশীল করার জন্য জাতিংঘে আয়োজিত সম্মেলনে যোগ দিয়েছেন সফল উদ্যোক্তা, সিলেটের মেয়ে বনানী এস চৌধুরী।
আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট ২০২২) থাইল্যান্ডের ব্যাংককে জাতিসংঘের কনফারেন্স সেন্টারে "Catalyzing climate finance and investment flows to ramp up climate action and advance the SDGs in Asia and the Pacific বিষয়ক এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। জলবায়ু সংক্রান্ত কর্মকাণ্ড এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকে এগিয়ে নিতে জলবায়ু অর্থায়ন এবং বিনিয়োগের প্রবাহকে অনুঘটক করার লক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সফল উদ্যোক্তা হিসেবে bangaj.com এর স্বত্বাধিকারী বনানী এস চৌধুরী এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন; যিনি জামদানি শার্ট দিয়ে এক নামে পরিচিতি পেয়েছেন। গোলটেবিল বৈঠকে মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ সাইদ হুসেন খলিল উপস্থিত আছেন।
এশিয়া ও প্যাসিফিকের জন্য জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECAFE) এর সঙ্গে কীভাবে যুক্ত হলেন জানতে চাইলে বনানী এস চৌধুরী বলেন, ‘২০২১ সালে করোনাভাইরাসের সংক্রমণের সময় জুম প্লাটফর্মে ট্রেনিংয়ের মাধ্যমে শুরু। সেই থেকে একটার পর একটা ট্রেনিং দিয়ে আজ এই জায়গায় এসেছি।’
২ ও ৩ আগস্ট আরেকটি অফলাইন ট্রেনিং ভারতের ব্যাঙ্গালুরুতে হয়। আমন্ত্রণপত্র পেলেও তখন পাসপোর্ট লন্ডনের দূতাবাসে জমা থাকায় সেই ট্রেনিংয়ে যেতে পারেননি বনানী। ভবিষ্যতে বঙ্গজকে কোথায় দেখতে চান?Ñ জানতে চাইলে বনানী এস চৌধুরী বলেন, ‘বঙ্গজকে দেশ থেকে প্রবাসে পরিচিত করতে প্রায় ২ বছর কাজ করেছি। এবার বঙ্গজকে নিয়ে অক্টোবরে লন্ডনে যাত্রা করব; সেখানে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের সঙ্গে একটি মিটিংয়ে যোগ দিব, নিজের পণ্য শোকেজ করব।’
সিলেটে জন্ম ও এখানেই বেড়ে ওঠা বনানীর। ছিলেন নৃত্যশিল্পী। ১৩ বছর চাকরি করার পর নিজেকে প্রতিষ্ঠিত করেন উদ্যোক্তা হিসেবে। ইতোমধ্যে সফল উদ্যোক্তা হিসেবে দেশে-বিদেশে পরিচিত পেয়েছেন।
বনানী বলেন, ‘জামদানি ইনোভেশন, জামদানি শার্ট যা জামদানির ইতিহাসে বঙ্গজই প্রথম করেছে। এতোদিন জামদানি শাড়ি বা কাপড় কেটে শার্ট, ফতুয়া তৈরি করা হতো, যা ট্রান্সফর্মেশন। ডিজাইনার বিপ্লব করের নিজস্ব ভাবনা ও ডিজাইনে বঙ্গজ জামদানির যে শার্ট ও ফতুয়া তৈরি করছে, সেটি বাসায় খুব সহজেই নরমাল ওয়াশ করে নেওয় যায়। আগে যে শার্টগুলো তৈরি হতো তা ধোয়া যেতো না এবং কয়েকদিন ড্রাই ওয়াশ করার ফলে সুতা নষ্ট হয়ে ফ্যাকাশে হয়ে যেতো। আমি সেই সমস্যার সমাধান বের করে জামদানিতে শার্ট তৈরি করেছি।’ এছাড়া বঙ্গজ স্পেশাল জামদানি থ্রি পিস, ম্যাচিং জামদানি হিজাবসহ বিভিন্ন পণ্য তৈরি করে এবং গ্রাহকদের কাছে ব্যাপকভাবে সমাদৃত হয়।
এনপি-০১