সিলেট-তামাবিল মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিশুর

জৈন্তাপুর প্রতিনিধি


আগস্ট ২৫, ২০২২
০৯:১১ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২৫, ২০২২
০৯:১১ অপরাহ্ন



সিলেট-তামাবিল মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিশুর

দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা অবরোধ করলে সিলেট-তামাবিল সড়কের দুইপাশে আটকা পড়া যানবাহনের দীর্ঘলাইন।

সিলেট জৈন্তাপুর উপজেলায় সিলেট-তামাবিল মহাসড়কে ট্রাকের ধাক্কায় জামিল আহমদ (৯) নামে এক মক্তব পড়ুয়া শিশু নিহত হয়েছেন৷

আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের সারীঘাট পাথরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জামিল সরুফৌদ (সারীঘাট) গ্রামেন খলিলুর রহমানের ছেলে। 


জানা গেছে, আজ সকালে সিলেট থেকে ছেড়ে আসা জাফলংগামী একটি ট্রাক সকাল সাড়ে আটটার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের সারীঘাট পাথরঘাট এলাকায় পৌছালে মসজিদের মক্তবে পড়া শেষে বের হওয়া শিক্ষার্থী জামিলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

ঘটনার পর পর স্থানীয় জনতা সিলেট তামাবিল মহাসড়ক অবরোধ করে ৷ দূর্ঘটনা এবং রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত বর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ ৷ স্থানীয় এলাকাবাসীদের তিনি ঘটনার সুষ্ঠু সুরাহার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন। 

দূর্ঘটনার নিহত শিশু নিকট আত্মীয় অনুরোধ জেলা প্রশাসনের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই বেলা দুইটায় জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয় ৷ 

জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত বর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, ‘ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে সাধারণ জনতাদের বিষয়টি সুষ্ট সমাধানের আশ্বাস দিলে তারা রাস্তার অবরোধ তুলে নেন৷’ জেলা প্রশাসকের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই নিহত শিশুর দাফন সম্পন্ন করা হয় তিনি জানান।

এমআরকেএস-০২/এএফ-০২