নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৪, ২০২২
০১:১৩ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ২৫, ২০২২
০১:৫০ পূর্বাহ্ন
সিলেটে তরুণীকে (২৩) তিন দিন বাড়িতে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জালালাবাদ থানায় আজ মঙ্গলবার মামলা দায়েরের পর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন সুনামগঞ্জ সদর থানার হাছননগর গ্রামের জুনু মিয়ার ছেলে জুবায়ের হোসেন (২৮), সিলেটের জালালাবাদ থানার নাজিরেরগাঁওয়ের আব্দুল মছব্বিরের ছেলে জয়নাল মিয়া (৪০)। এ কাজে তাদের সহযোগিতার অভিযোগে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার মেরুয়াখলা গ্রামের আবুল কালামের মেয়ে ও জুবায়েরের স্ত্রী জুলেখা প্রকাশ জুলিকে (১৯)।
ভুক্তভোগী তরুণীর বাড়ি ময়মনসিংহে। তিনি রাজধানীর উত্তরার আজমপুর এলাকার বাসিন্দা।
জানা গেছে, সিলেটের জালালাবাদ থানার নাজিরেরগাঁও এলাকার একটি বাড়িতে আটকে রেখে গত শুক্রবার রাত নয়টা থেকে রবিবার রাত তিনটা পর্যন্ত বিভিন্ন সময়ে ওই তরুণীকে ৭ জন সংঘবদ্ধ ধর্ষণ করেন। এ কাজে তাদের সহযোগিতা করেন জুলি। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী ঢাকার উত্তরা থানায় অভিযোগ দায়েরের পর সে অভিযোগের ভিত্তিতে গতকাল সিলেটের জালালাবাদ থানায় মামলা (নং-২৪) দায়ের করা হয়। মামলায় জুলিকে প্রধান আসামি করে ৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪ জনকে আসামি করে এ মামলা করা হয়। মামলা দায়েরের পরই পুলিশ অভিযান চালিয়ে তিন জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত তিন জন ছাড়াও মামলায় উল্লেখিত আরেক আসামি হলেন, জালালাবাদ থানার নলকট গ্রামের মৃত বয়তুল্লাহ মিয়ার ছেলে মো. সেলিম আহমদ (৩২)।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান। তিনি বলেন, ‘তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ভুক্তভোগী নারীকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাসিস সেন্টরে (ওসিসি) ভর্তি করা হয়েছে।’
এএফ/০১